ভারতী ঘনিষ্ঠ পুলিশ কর্তার বাড়িতে সিআইডি তল্লাশি

পুলিশ সুপার ভারতী ঘোষের সঙ্গে অভিযুক্ত আর এক পুলিশ কর্তার বাড়িতে শুক্রবার তল্লাশি চালাল সিআইডি। ভারতী ঘনিষ্ঠ বলে পরিচিত শুভঙ্কর দে নামে ওই পুলিশ কর্তা আগে মহিষাদলে সিআই ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ০২:৩৬
Share:

সোনা প্রতারণা মামলায় পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের সঙ্গে অভিযুক্ত আর এক পুলিশ কর্তার বাড়িতে শুক্রবার তল্লাশি চালাল সিআইডি। ভারতী ঘনিষ্ঠ বলে পরিচিত শুভঙ্কর দে নামে ওই পুলিশ কর্তা আগে মহিষাদলে সিআই ছিলেন।

Advertisement

বর্তমানে তিনি কালিম্পঙে কর্মরত। এ দিন বিকেলে হুগলির চন্দননগরে কোর্টঘাট রোডে শুভঙ্করবাবুর বাড়িতে সিআইডির ছয় সদস্যের একটি দল হানা দেয়। বাড়িতে শুভঙ্করবাবুর স্ত্রী এবং দুই ছেলে থাকেন। তদন্তকারীরা বাড়ি থেকে ব্যাঙ্কের কিছু কাগজ, জমানো টাকার কাগজপত্র-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেন।

প্রায় তিন ঘন্টা ধরে তল্লাশি চলেছে। এ বিষয়ে শুভঙ্করবাবুর পরিবারের সদস্যরা মুখ খোলেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement