Road Accident

খড়্গপুরে জাতীয় সড়কে উল্টে গেল বাস! অন্তত ১২ জন যাত্রী জখম, ভর্তি করানো হয়েছে হাসপাতালে

বেলদা থানার ওসি গোবর্ধন সাউ নিজে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসে ঢুকে আটকে থাকা বেশ কয়েক জন যাত্রীকে উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধাকে কোলে তুলে নিয়ে অ্যাম্বুল্যান্সের দিকে ছোটেন ওসি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ২০:৪০
Share:

দুর্ঘটনাগ্রস্ত এক যাত্রীকে অ্যাম্বুল্যান্সে তুলে দিচ্ছেন বেলদা থানার ওসি। —নিজস্ব চিত্র।

বাস দুর্ঘটনায় জখম হলেন কমপক্ষে ১২ জন যাত্রী। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি হয়েছে পশ্চিম মেদিনীপুরে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, খড়্গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার শ্যামপুরা একটি যাত্রিবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয় ট্রলারের। মেদিনীপুর শহর থেকে বেলদাগামী ওই বাসটি ট্রলারে ধাক্কা মেরে জাতীয় সড়কের ধারে থাকা রেলিংয়ে ধাক্কা মারে। ওই দুর্ঘটনায় কমপক্ষে আহত হন ১২ জন যাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতির কারণে ওই দুর্ঘটনা। তাঁদের জানিয়েছেন, প্রচণ্ড গতিতে যাচ্ছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলারের পিছনে ধাক্কা মারে না সামলাতে পেরে একই দিকে যাওয়া একটি ট্রলারের পিছনে ধাক্কা মারে। এর পর যাত্রিবাহী বাসটি জাতীয় সড়কের ধারে থাকা রেলিংয়ে ধাক্কা মারে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার পুলিশ। সঙ্গে সঙ্গে যান জাতীয় সড়ক কর্তৃপক্ষের লোকজন। বেলদা থানার ওসি গোবর্ধন সাউ নিজে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাসে ঢুকে আটকে থাকা বেশ কয়েক জন যাত্রীকে উদ্ধার করেন। রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধাকে কোলে তুলে নিয়ে অ্যাম্বুল্যান্সের দিকে ছোটেন ওসি।

Advertisement

দুর্ঘটনার ফলে বেশ কিছু ক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তৎপরতায় ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস ও ট্রলারটিকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

বর্তমানে আহত ১২ জন বাসযাত্রী বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement