মৃত শিশু ঋষি জয়সারা। — নিজস্ব চিত্র।
খেলতে খেলতে পা পিছলে খালে পড়ে গিয়েছিল চার বছরের শিশু। দু’দিন পরে, মঙ্গলবার উত্তরপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের খাল থেকে তার মৃতদেহ উদ্ধার হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ঋষি জয়সারা।
উত্তরপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের খালপারে কিছু ঝুপরি রয়েছে। সেখানেই থাকে মৃত ঋষির পরিবার। তার বাবা রবি জয়সারার ইলেক্ট্রিক মিস্ত্রির কাজ করেন। গত রবিবার তাঁর শিশুপুত্র কয়েক জনের সঙ্গে খেলা করছিল। খেলতে খেলতে হঠাৎ করে পা পিছলে খালে পড়ে যায় শিশুটি। সে সময় খআলে স্রোত থাকায় সে ভেসে কিছুটা দূরে চলে যায়। অনেক খোঁজাখুঁজিতেও তার সন্ধান মেলেনি। আজ সকাল ১০টা নাগাদ কচুরিপানার মধ্যে শিশুটির দেহ দেখতে পাওয়া যায়।
দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় উত্তরপাড়া থানার পুলিশ। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিত চক্রবর্তী বলেন, ‘‘খালের পারে পাকাপাকি ভাবে রেলিং দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি চিঠি দেব পুরসভাকে। আপাতত বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হবে জায়গাটি।’’