(বাঁ দিকে) চুরির খবর শুনে ভেঙে পড়েছেন বুলা চৌধুরী। (ডান দিকে) মিঠুন চক্রবর্তী। —নিজস্ব চিত্র।
প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর বাসভাবনে চুরির ঘটনায় তদন্ত শুরু করল রাজ্য পুলিশের সিআইডি। শনিবার তদন্তকারী দল বুলার বাসভবন ‘সুন্দর বাড়ি’-তে যায়। কথা বলা হয় বাড়ির লোকজনের সঙ্গে। অন্য দিকে, দলীয় কাজে হুগলি সফরে গিয়ে বুলার পদ্মশ্রী স্মারক চুরির ঘটনায় নিন্দা করলেন অভিনেতা-বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।
গত শুক্রবার হুগলির হিন্দমোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারু তথা পদ্মশ্রী প্রাপক বুলার বাড়িতে চুরির ঘটনা সামনে আসে। তাঁর দাবি, পেশাজীবনের প্রাপ্ত যাবতীয় পদক রাখা ছিল ঘরের একটি আলমারিতে। সেখান থেকে সব কিছু চুরি হয়ে গিয়েছে। উল্লেখ্য, বুলা এখন হিন্দমোটরের বাড়িতে নিয়মিত থাকেন না। শুক্রবারও তিনি ছিলেন কলকাতার বাড়িতে। ফাঁকা বাড়ি থেকে পদ্মশ্রী স্মারক-সহ সমস্ত পদক চুরি হয়ে গিয়েছে শুনে কেঁদে ফেলেন তিনি। বুলার দাদা-বৌদির অভিযোগ, ওই বাড়িতে আগেও তিন বার চুরি হয়েছে।
শুক্রবার চুরির অভিযোগ শুনে বুলার বাড়িতে গিয়েছিলেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল,এসিপি আলি রাজা, ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস প্রমুখ। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে কয়েক জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি শুক্রবার সিআইডির ফরেন্সিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের একটি দল বুলার বাড়িতে গিয়ে বেশ কিছু নমুনা সংগ্রহ করে, ছবিও তোলেন।
শনিবার শ্রীরামপুরে গিয়েছিলেন অভিনেতা-বিজেপি নেতা মিঠুন। বুলার বাড়ি থেকে পদ্মশ্রীর স্মারক চুরির ঘটনায় তিনি দুঃখপ্রকাশ করেন। কটাক্ষ করে তিনি বলেন, ‘‘যিনি চুরি করেছেন, তাঁকে আর একটা পদ্মশ্রী দেওয়া উচিত। লজ্জা পাওয়া উচিত।’’ ‘নোবেল চোর’ ছবির অভিনেতার সংযোজন, ‘‘আমি বলছি, যিনি করেছেন, তাঁর যদি মনুষ্যত্বের কিছুমাত্র অবশিষ্ট থাকে, দয়া করে ওটা ফেরত দিন।’’