Body Recovered

শ্রীরামপুরে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ, বেসরকারি সংস্থার কর্মী থাকতেন একাই

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার এক দিদি উত্তরপাড়ায় থাকেন। গত কয়েক দিন ধরে তরুণীকে দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

শ্রীরামপুরের আবাসনে বন্ধ ফ্ল্যাট থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার হল শুক্রবার। মৃতার নাম দীপশিখা গোস্বামী। তাঁর বয়স ২৯ বছর। ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হয়েছে দেহ। কী ভাবে তরুণীর মৃত্যু হয়েছে, ময়না তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাহির শ্রীরামপুর সুকান্ত পার্কের একটি আবাসনের পাঁচতলার বন্ধ ঘর থেকে দীপশিখার পচাগলা দেহ উদ্ধার হয়। তরুণী দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর এক দিদি উত্তরপাড়ায় থাকেন। গত কয়েক দিন ধরে তরুণীকে দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের।

শুক্রবার সন্ধ্যায় স্থানীয়েরা দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন। শ্রীরামপুর থানার পুলিশ এসে দীপশিখার দিদির উপস্থিতিতে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। শৌচালয়ে পড়েছিল দেহ।

Advertisement

ঘটনার খবর পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর পৌষালী ভট্টাচার্য উপস্থিত হন। তিনি জানান, তরুণী একাই থাকতেন ফ্ল্যাটে। গত মঙ্গলবার পুরসভার স্বাস্থ্যকর্মীরা ডেঙ্গির খোঁজ নিতে ওই আবাসনে গিয়েছিলেন। তখন দরজায় ধাক্কা দিলেও মহিলার কোনও সাড়াশব্দ মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement