Subsidiary Value of Potatoes

আলুর সহায়ক মূল্য বৃদ্ধির দাবি, অবরোধ

রাজ্য সরকার কুইন্টালপ্রতি আলুর সহায়ক মূল্য ধার্য করেছে ৯০০ টাকা। বিজেপির দাবি, বস্তাপ্রতি (৫০ কেজিতে এক বস্তা) তা ন্যূনতম ৮০০ থেকে ১ হাজার টাকা করতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ০৮:৫৩
Share:

রাজ্য সড়কে আলু ছড়িয়ে অবরোধ। রবিবার পুরশুড়ায়। নিজস্ব চিত্র Sourced by the ABP

আলুর সহায়ক মূল্য বৃদ্ধির দাবিতে রবিবার সকালে পুরশুড়ার সামন্ত রোড মোড়ে অবরোধ করল বিজেপি। স্থানীয় বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক বিমান ঘোষের নেতৃত্বে রাস্তায় আলু ছড়িয়ে প্রায় আধ ঘণ্টা অবরোধ চলে। পুলিশের মধ্যস্থতায় ওঠে। বিক্ষোভে শামিল ছিলেন এলাকার চাষিরাও।

রাজ্য সরকার কুইন্টালপ্রতি আলুর সহায়ক মূল্য ধার্য করেছে ৯০০ টাকা। বিজেপির দাবি, বস্তাপ্রতি (৫০ কেজিতে এক বস্তা) তা ন্যূনতম ৮০০ থেকে ১ হাজার টাকা করতে হবে। চাষিদের এক বিঘা জমিতে আলু চাষ করতে ৩৫-৪০ হাজার টাকা খরচ হচ্ছে জানিয়ে বিমান বলেন, ‘‘চাষিরা যদি কমপক্ষে বস্তাপ্রতি ৬০০ টাকা পান, তা হলে শুধু চাষের খরচ উঠবে। কিন্তু রাজ্য সরকার যে সহায়ক মূল্য ধার্য করেছে, তাতে চাষিরা বস্তাপ্রতি ৪৫০ টাকা পাচ্ছেন। তা-ও নিজের খরচে তাঁদের হিমঘরে আলু দিয়ে আসতে হবে। এরই প্রতিবাদ জানানো হয়েছে।’’ চাষিরা যাতে আলু ভিন্‌ রাজ্য পাঠাতে পারেন, সেই মতো রাজ্যের সীমানাও খুলে রাখার দাবি ওঠে অবরোধ থেকে।

কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘রাজ্য সরকার সব সময় আলুচাষিদের পাশে রয়েছে। প্রয়োজন মতো পদক্ষেপ করা হচ্ছে। বিজেপির নাটক না করলেও চলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন