Fire Breaks Out in Bus

বালি হল্টের কাছে চলন্ত বাসে আগুন, আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে! জাতীয় সড়কের উপর সাময়িক যানজট

মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বালি হল্টের কাছে ধুলাগড়-নয়াবাদ রুটের একটি চলন্ত বাসে আচমকা আগুন ধরে যায়। বাসে তখন ছিলেন ২৫ থেকে ৩০ জন যাত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১১:৪৭
Share:

বাসের আগুন নেবানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। — নিজস্ব চিত্র।

জাতীয় সড়কে চলন্ত বাসে আগুন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে হাওড়ার বালির ১৬ নম্বর জাতীয় সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। কিছু ক্ষণের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের কোনও খবর নেই।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ বালি হল্টের কাছে ধুলাগড়-নয়াবাদ রুটের একটি চলন্ত বাসে আচমকা আগুন ধরে যায়। তৎক্ষণাৎ বালি ট্রাফিক পুলিশের টহলদারি বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। দ্রুত বাসে থাকা ২৫-৩০ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়। খবর দেওয়া হয় দমকলে। দমকলবাহিনীর দু’ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লাগল, তা স্পষ্ট নয়। অফিসটাইমে ওই এলাকায় বাসে আগুন লাগার ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।

অতীতেও রাজ্যের বিভিন্ন জেলার রাস্তায় চলন্ত বাস বা গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। দিন কয়েক আগে বাগুইআটি উড়ালপুলের নীচে একটি গাড়িতে আচমকাই আগুন ধরে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা গাড়িটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement