হাঁসখালি পোলের কাছে স্পঞ্জ কারখানায় আগুন। —নিজস্ব চিত্র।
ফের আগুন লাগার ঘটনা ঘটল হাওড়ায়। বৃহস্পতিবার রাতে হাঁসখালি পোলের কাছে একটি স্পঞ্জ কারখানায় আগুন লাগে। বিধ্বংসী আগুনের ফলে গাঢ় কালো ধোঁয়ায় ঢেকেছিল এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন।
দমকল সূত্রে খবর, আশপাশের এলাকা খালি করে প্রায় ৩ ঘণ্টা ধরে আগুন নেবানোর চেষ্টা করার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কারখানার ভিতরে অনেক দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছিল। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কী করে ওই কারখানায় আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, বুধবার রাতে গদাধর মিস্ত্রি লেনে এক বাসিন্দার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তার পরের দিনেই স্পঞ্জ কারখানায় অগ্নিকাণ্ড।