TMC Leader Died In An Accident

লরির চাকায় পিষ্ট হলেন তৃণমূল নেত্রী, জখম স্বামী! ডাক্তার দেখাতে গিয়ে মর্মান্তিক পরিণতি

বন্দনা মাইতি ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণীসম্পদ বিষয়ক বিভাগের কর্মাধ্যক্ষা। শনিবার তিনি পুরশুড়ায় যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। সঙ্গে ছিলেন স্বামী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৬:৩৯
Share:

—প্রতীকী চিত্র।

ডাক্তার দেখাতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল তারকেশ্বরের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষার। গুরুতর জখম তাঁর স্বামী। শনিবার বন্দনা মাইতি নামে মধ্যবয়সি ওই নেত্রীর অকস্মাৎ মৃত্যুতে শোকস্তব্ধ হুগলি জেলার তৃণমূল নেতৃত্ব।

Advertisement

বন্দনা ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির প্রাণীসম্পদ বিষয়ক বিভাগের কর্মাধ্যক্ষা। শনিবার তিনি পুরশুড়ায় যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। স্বামী বাইক চালাচ্ছিলেন। বন্দনা বসেছিলেন বাইকের পিছনের আসনে।

চাঁপাডাঙায় আরামবাগমুখী একটি লরি বন্দনাদের বাইকে পিছন থেকে ধাক্কা মারে। তৃণমূল নেত্রীর স্বামী ছিটকে রাস্তার বাঁ দিকে পড়েন। বন্দনা ওই লরির চাকাতেই পিষ্ট হন। চিকিৎসার সুযোগ মেলেনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেত্রীর। স্বামীর চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। ধরা পড়েছেন লরির চালকও।

Advertisement

দলের নেত্রীর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ-সহ অনেকে। তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ সিংহ রায় বলেন, ‘‘ডাক্তার দেখাতে যাচ্ছিলেন কর্মাধ্যক্ষা। তাঁর স্বামী সঙ্গে ছিলেন। দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে বন্দনার। আমরা সকলে শোকস্তব্ধ। বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement