স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত গাড়িচালকের গাড়ি জ্বালিয়ে দেন। —নিজস্ব ছবি।
নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তপ্ত হাওড়ার ডোমজুড়। অভিযুক্তের গাড়িতে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছোয় পুলিশ। গ্রেফতার হন মূল অভিযুক্ত।
স্থানীয় সূত্রে খবর, ডোমজুড় থানার অন্তর্গত রাঘবপুর এলাকায় রাস্তা তৈরির কাজ চলছিল। সেখানে ঠিকাদার সংস্থার এক কর্মী এক স্থানীয় নাবালিকাকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। ওই নিয়ে বাগ্বিতণ্ডা হয় সোমবার রাতে। সেখান থেকে উত্তপ্ত হয় পরিস্থিতি। উত্তেজিত হয়ে গ্রামের বাসিন্দাদের একাংশ ওই ঠিকাদার সংস্থার গাড়িতে ভাঙচুর চালান এবং আগুন ধরিয়ে দেন।
খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ডোমজুড় থানার পুলিশ বাহিনী যায়। নামানো হয় র্যাফ। তার পরেও পরিস্থিতি শান্ত হয়নি। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করার দাবি করেন এলাকাবাসীরা। তবে মূল অভিযুক্ত পলাতক ছিলেন। পুলিশ তাঁর খোঁজে শুরু করে।
অবশেষে মঙ্গলবার অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। তাঁকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ। হাওড়া সিটি পুলিশের এসিপি (দক্ষিণ) নন্দদুলাল ঘোষ বলেন, ‘‘অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’’