Dengue

হাওড়ার আবার ডেঙ্গিতে মৃত্যু! গত কয়েক দিনে জেলায় মশার কামড়ে মৃত সাত, আক্রান্ত প্রায় ৪০০

গত ২৫ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেলুড় ধর্মতলা রোডের বাসিন্দা কল্পনা দে। ৭৪ বছরের ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫২
Share:

আবার মশার কামড়ে মৃত্যু হাওড়ায়। —প্রতীকী চিত্র।

আবার ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর ঘটনা হাওড়ায়। এ নিয়ে মোট ছ’জন মারা গেলেন ডেঙ্গি আক্রান্ত হয়ে। সূত্রের খবর, গত ২৫ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেলুড় ধর্মতলা রোডের বাসিন্দা কল্পনা দে। ৭৪ বছরের ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। জেলা জুড়ে যে ভাবে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে আতঙ্ক বাড়ছে এলাকায়।

Advertisement

প্রসঙ্গত, বালি পুরসভা অঞ্চলে তিন জনের এবং হাওড়া পুরসভা এলাকায় দু’জনের মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। মঙ্গলবার হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, ‘‘আগে জেলায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মোট ছ’জনের মৃত্যু হয়েছে। হাওড়া এবং বালি ছাড়াও ডোমজুড়ের সলপের এক বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত মারা গিয়েছেন।’’ যদিও কল্পনার মৃত্যু ডেঙ্গিতে কি না তা এখনও তাঁর কাছে পরিষ্কার নয় বলে জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এ নিয়ে খোঁজখবরের পর বিষয়টি নিয়ে জানাবেন নিতাই। যদিও মৃতের পরিবারের তরফে মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গির উল্লেখ রয়েছে।

অন্য দিকে, মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন এ পর্যন্ত যে তথ্য পেয়েছেন, তাতে হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০। এঁদের কেউ এখনও বিপন্মুক্ত হননি। সবাই চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন