—প্রতিনিধিত্বমূলক ছবি।
হাওড়ার বাগনানে পথদুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের। গুরুতর জখম হলেন এক এএসআই। শুক্রবার বিকেল ৪টে নাগাদ দুর্ঘটনাটি হয়েছে বাগনানের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে।
পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কে টহলদারির সময় বাগনানের ঈশ্বরীপুরের কাছে পুলিশের একটি গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে চার চাকার পিকআপ ভ্যান। তাতে মৃত্যু হয়েছে রামপদ মণ্ডল নামে ৫৪ বছরের এক কনস্টেবলের। জখম হন এএসআই নিত্যানন্দ মালিক। দু’জনেই বাগনাত থানায় কর্মরত।
মৃত কনস্টেবলের বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার ভগবানপুর এলাকায়। দুর্ঘটনার পরে পুলিশ ওই পিকআপ ভ্যানটিকে আটক করেছে। তবে চালক পলাতক।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গাড়িটির চালক পলাতক। তাঁর খোঁজ চলছে। কী ভাবে এই দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।