Death

কলেজে পরীক্ষা দিতে গিয়ে উত্তরপাড়ায় মৃত্যু রাষ্ট্রবিজ্ঞানের পড়ুয়ার

কলেজে পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। মৃত ছাত্রের নাম রাহুল ঠাকুর। রিষড়া বিধানচন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:৪৩
Share:

—প্রতীকী ছবি।

কলেজে পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। মৃত ছাত্রের নাম রাহুল ঠাকুর। রিষড়া বিধানচন্দ্র কলেজের রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি। শনিবার উত্তরপাড়া প্যারীমোহন কলেজে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। উত্তরপাড়া কলেজের অধ্যক্ষর গাড়িতে করে তাঁকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে ছাত্রকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

রিষড়া বিধান চন্দ্র কলেজের প্রিন্সিপাল রমেশ কুমার বলেন, ‘‘উত্তরপাড়া কলেজের এক অধ্যাপক আমাকে ফোন করে জানান, আমাদের কলেজের এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। তার পর জানতে পারলাম ছাত্রটির মৃত্যু হয়েছে। ছাত্রটি রাষ্ট্র বিজ্ঞান নিয়ে পড়ত। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা ছিলো আজ। এই মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক। কী ভাবে অসুস্থ হয়েছে, তা উত্তরপাড়া কলেজ বলতে পারবে। ছাত্রটির পরিবারের পাশে আমরা আছি।ঐঐ

পাশাপাশি উত্তরপাড়া কলেজের প্রিন্সিপাল সুদীপকুমার চক্রবর্তী বলেন, ‘‘রিষড়া বিধান কলেজের ছাত্র আমাদের কলেজে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালীন ছাত্রটি অসুস্থ হয়ে পরে। অসুস্থ ছাত্রটিকে পরীক্ষার কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়। প্রাথমিক ভাবে প্রেসার মাপা ও ওয়ারেস দেওয়া হয়। তখন ছাত্রটি জানায়, ওর হার্টের সমস্যা আছে। বাইপাস হয়েছিল একবার। সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিই। স্থানীয় নার্সিংহোমে নিয়ে গিয়ে ইসিজি করালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।’’

Advertisement

উত্তরপাড়া কলেজে পরীক্ষা দিতে গিয়ে আরও দুই ছাত্রী অসুস্থ বোধ করায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অধ্যক্ষ বলেন, ‘‘ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসে একটা টেনশন নিয়ে। আজকের আবহাওয়া গরম ছিল। হতে পারে রাত জেগে পড়াশোনা করেছে। সকালে ঠিকমত খায়নি। টেনশন ও আবহাওয়া মিলিয়ে এই ঘটনা হয়ে থাকতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement