শিশুচুরির অভিযোগ ঘিরে হাসপাতালের সামনে উত্তেজনা। —নিজস্ব চিত্র।
হাসপাতাল থেকে শিশুচুরি! এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হাওড়ার আমতায়। হাসপাতাল ভাঙচুরে নাম জড়াল শিশুর আত্মীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। মঙ্গলবার দুপুরের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, গত ৩০ অগস্ট আমতার একটি নার্সিংহোমে শিশুর জন্ম হয়। শিশুটির মা মন্দিরা বাগ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ায় গত ৬ সেপ্টেম্বর তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সঙ্গে তাঁর শিশুপুত্রও ছিল। মঙ্গলবার হাসপাতালের বেড থেকে শিশুটিকে নিয়ে তার দিদা ঘুরছিলেন।
দুপুর ১২টা নাগাদ অচেনা এক মহিলা শিশুটিকে তার দিদার কাছ থেকে চেয়ে নেন দেখভালের জন্য। তিনি জানান, এই কাজের জন্যই হাসপাতাল টাকা পান। অভিযোগ, ওই কথা বলে শিশুটিকে কোলে নিয়ে কিছু ক্ষণের মধ্যে উধাও হয়ে যান অজ্ঞাতপরিচয় মহিলা। ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে আমতা হাসপাতাল চত্বরে। জরুরি বিভাগে ভাঙচুর করেন রোগীর আত্মীয়েরা।
পুলিশ গেলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন শিশুর পরিজনেরা। হাওড়ার মুখ্য সাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত বলেন, ‘‘পুলিশের পাশাপাশি জেলা স্বাস্থ্য দফতর তদন্ত করছে। দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।’’ তিনি জানান, একটি সিসিটিভি ফুটেজে লাল কাপড় পরিহিত এক মহিলাকে দেখা গিয়েছে। তিনি একটি শিশুকে নিয়ে টোটোয় চেপে চলে যান। অনুমান করা হচ্ছে, ওই মহিলাই শিশুচুরির সঙ্গে যুক্ত।’’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চলছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মহিলাকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।
শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা যাচ্ছে, শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। চুরির ঘণ্টা সাতেকের মধ্যে আমতার মিল্কি চক থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে তারা। গ্রেফতার করা হয়েছে পিঙ্কি বাগ নামে এক মহিলাকে।