Robbery Attempt in Hooghly

কালীপুজোর আগের দিন সোনার দোকানে ডাকাতির চেষ্টা! হুগলিতে আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ জনকে ধরল পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুরজ মণ্ডল, কুতুব মণ্ডল, রাজাউদ্দিন, অলক সমাদ্দার এবং আশিস সাহা। সুরজ ও রাজা হুগলির বাসিন্দা হলেও বাকিরা কেউ দক্ষিণ ২৪ পরগনা, কেউ আবার উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ২১:১৫
Share:

হুগলিতে আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়লেন পাঁচ ডাকাত। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

কালীপুজোর আগের দিন আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল ডাকাত দল! রবিবার দুপুরে হুগলিতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেফতার করেছে চণ্ডীতলা থানার পুলিশ। জানা গিয়েছে, ধনতেরাসের কেনাকাটার ভিড়ে মশাটের এক সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্য নিয়ে এসেছিলেন ধৃতেরা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুরজ মণ্ডল, কুতুব মণ্ডল, রাজাউদ্দিন, অলক সমাদ্দার এবং আশিস সাহা। সুরজ ও রাজা হুগলির বাসিন্দা হলেও বাকিরা কেউ দক্ষিণ ২৪ পরগনা, কেউ আবার উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, মশাটের একটি সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা ছিল তাঁদের। ধৃতদের কাছ থেকে দু’টি দেশি পিস্তল, ছয় রাউন্ড কার্তুজ, দু’টি ভোজালি, একটি ছুরি এবং শাটার ও তালা ভাঙার যন্ত্র উদ্ধার করা হয়েছে।

হুগলির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কৃষাণু রায় জানান, ধনতেরাস এবং দীপাবলির জন্য চণ্ডীতলা থানার বিভিন্ন এলাকায় নাকাতল্লাশি চালাচ্ছে পুলিশ। রবিবার দুপুরে মশাটে বেশ কয়েক জন সন্দেহভাজনকে ঘুরতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশকর্মীরা। পুলিশতে আসতে দেখেই সন্দেহভাজনদের কয়েক জন একটি গাড়িতে উঠে পালিয়ে যান। কিন্তু পাঁচ জনকে ধরে ফেলে পুলিশ। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে চণ্ডীতলা থানার পুলিশ। ধৃতদের সোমবার শ্রীরামপুর আদালতে হাজির করানো হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement