Man Shot Dead Over Biryani

নিরামিষাশী ক্রেতার বিরিয়ানিতে মাংস! ‘অপরাধে’ দোকানিকে গুলি করে খুন ঝাড়খণ্ডে, তদন্তে পুলিশ

শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। একজন নিরামিষাশী গ্রাহক দোকানে বিরিয়ানি কিনতে এসেছিলেন। কিন্তু অভিযোগ, তাঁকে ভুল করে মাংসসমেত বিরিয়ানি দিয়ে ফেলেন বিক্রেতা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৯:৩৯
Share:

বিরিয়ানির দোকানিকে গুলি করে খুন ঝাড়খণ্ডে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

নিরামিষাশী ক্রেতাকে ভুল করে মাংসসমেত বিরিয়ানি পরিবেশন করে ফেলেছিলেন। সেই অপরাধে বিরিয়ানির দোকানিকেই গুলি করে খুন করলেন যুবক। শনিবার রাতে ঝাড়খণ্ডের রাঁচীতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিহত দোকানির নাম বিজয়কুমার নাগ (৪৭)। রাঁচীর কাঁকে-পিথোরিয়া রোডের ধারে একটি খাবারের দোকান চালাতেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। একজন নিরামিষাশী গ্রাহক দোকানে বিরিয়ানি কিনতে এসেছিলেন। কিন্তু অভিযোগ, তাঁকে ভুল করে মাংসসমেত বিরিয়ানি দিয়ে ফেলেন বিজয়। পার্সলটি নিয়ে যাওয়ার কিছু ক্ষণ পরেই ফের দোকানে ফিরে আসেন ওই ক্রেতা। তাঁর সঙ্গে আরও কয়েক জন যুবক ছিলেন। সকলে মিলে দাবি করতে থাকেন, নিরামিষ খাবার চাইলেও তাঁদের বিরিয়ানিতে মাংস দেওয়া হয়েছে। কথা কাটাকাটির মাঝে বিজয়কে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন অভিযুক্তেরা। গুলি তাঁর বুকে গিয়ে লাগে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর।

দোষীদের গ্রেফতারির দাবিতে রবিবার সকালে কাঁকে-পিথোরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়েরা। কাঁকের পুলিশ সুপার (গ্রামীণ) প্রবীণ পুষ্কর জানিয়েছেন, নিহত বিজয় কাঁকে থানার অন্তর্গত ভিত্থার বাসিন্দা ছিলেন। নিহতের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আততায়ীদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement