Migratory Bird

Migratory Bird: শীতের পরিযায়ী হাঁসের দেখা মিলল বৈশাখে হাওড়ার গঙ্গার ঘাটে!

পাখি বিশারদ শান্তনু মান্না বলেন, ‘‘কমন পোচার্ড আদতে আফগানিস্তান এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২২ ২২:০৬
Share:

হাওড়ার গঙ্গায় কমন পোচার্ড নিজস্ব চিত্র।

প্রখর বৈশাখে হাওড়ার গঙ্গায় শীতের অতিথি পাখি! স্থানীয় সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এই কমন পোচার্ড প্রজাতির ওই পরিযায়ী হাঁসটিতে।

Advertisement

গঙ্গার রামকৃষ্ণপুর ঘাট ও তেলকল ঘাট পাখিটি গত দু’সপ্তাহ ধরে দেখা যাচ্ছে বলে জানান কিষান বাল্মীকি নামে এলাকার এক বাসিন্দা। বুধবার তিনি বলেন, ‘‘আমাদের এলাকায় এর আগে কোনও দিন এই পাখই দেখা যায়নি। পাখিটি দেখতে সুন্দর। অনেকেই তাই ধরার চেষ্টা করেছে। কিন্তু হাঁসটি উড়তে পারে বলে ধরা যায়নি।’’

পাখি বিশারদ শান্তনু মান্না বলেন, ‘‘কমন পোচার্ড আদতে আফগানিস্তান এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলের বাসিন্দা। শীতকালে এরা ভারত-সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে পরিযায়ী হয়। সাধারণত, মার্চের শেষেই ফিরে যায়।’’ তিনি জানান, সম্ভবত শারীরিক অসুস্থতা অথবা অন্য কোনও কারণে পাখিটি ফিরে যেতে পারেনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন