মদ খেয়ে অভব্যতার প্রতিবাদ করায় হামলা

নেশাগ্রস্ত এক দোকানির অভব্যতার প্রতিবাদ করেছিলেন। সেই ‘অপরাধে’ দু’দিন ধরে লোকজন নিয়ে উলুবেড়িয়ার মৌবেশিয়া গ্রামে দুই ভাইয়ের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল ওই দোকানির বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ০২:৫০
Share:

নেশাগ্রস্ত এক দোকানির অভব্যতার প্রতিবাদ করেছিলেন। সেই ‘অপরাধে’ দু’দিন ধরে লোকজন নিয়ে উলুবেড়িয়ার মৌবেশিয়া গ্রামে দুই ভাইয়ের উপরে হামলা চালানোর অভিযোগ উঠল ওই দোকানির বিরুদ্ধে। জহুরুল হক মির এবং তাঁর ভাই আজিজুলকে লক্ষ করে রবিবার বোমাও ছোড়া হয় বলে অভিযোগ। অবশ্য তাতে কেউ হতাহত হননি।

Advertisement

হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি। তবে পুলিশ তদন্ত করছে। অভিযুক্তেরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৌবেশিয়া মোড়ে জহুরুলের হারমোনিয়ামের দোকানের পাশেই দর্জির দোকান তাঁর ভাই আজিজুলের। আজিজুলের দোকানের পাশেই আর একটি দর্জির দোকান চালান শেখ মনতাজুল। অভিযোগ, বৃহস্পতিবার রাতে কর্মচারীদের নিয়ে মদ খেয়ে চেঁচামেচি করছিলেন মনতাজুল। তাঁর দোকানে মদের ভাঙা বোতলও মনতাজুল ফেলে দেন বলে জহুরুলের অভিযোগ। মনতাজুল এবং আজিজুল একই লোকের থেকে দোকানঘর দু’টি ভাড়া নিয়েছিলেন। আজিজুল শুক্রবার ঘটনাটি বাড়িওয়ালাকে জানান। তার পরেই মনতাজুল দলবল নিয়ে দুই দুই ভাইকে লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারে। জহুরুল থানায় বিষয়টি জানান।

Advertisement

রবিবার সকালে আজিজুল স্থানীয় পঞ্চায়েত সদস্য কোকিলা বেগমের বাড়িতে অভিযোগ জানাতে যান। অভিযোগ, সেখানে পৌঁছনোর আগেই দলবল নিয়ে মনতাজুল আজিজুলকে লক্ষ করে বোমাবাজি করতে থাকে এবং পঞ্চায়েত সদস্যের বাড়িতে যেতে বাধা দেয়। শেষ পর্যন্ত গ্রামবাসীরা মনতাজুল ও তার দলবলকে তাড়া করে সরিয়ে দেন। ওই পঞ্চায়েত সদস্যা বলেন, ‘‘বিষয়টি নিন্দনীয়। আমার কাছে কোনও গ্রামবাসী যদি অভিযোগ জানাতে আসেন তাঁর উপরে হামলা চালানো অন্যায় হয়েছে। আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি দেখছি এবং পুলিশের সঙ্গে কথা বলছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন