যন্ত্রে হাত খুইয়ে হাসপাতালে শ্রমিক

কর্মরত অবস্থায় মেশিনের মধ্যে হাত ঢুকে যাওয়ায় নিজের ডান খুইয়েছেন এক শ্রমিক। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস চটকলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৬ ০২:২২
Share:

হাসপাতালে গ্যাঞ্জেস চটকলের সেই শ্রমিক। ছবি: তাপস ঘোষ।

কর্মরত অবস্থায় মেশিনের মধ্যে হাত ঢুকে যাওয়ায় নিজের ডান খুইয়েছেন এক শ্রমিক। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস চটকলে।

Advertisement

পুলিশ এবং চটকল সূত্রে জানা গিয়েছে, চটকলের পাট বিভাগের ওই শ্রমিক লক্ষণ মাহাতো এ দিন সকালের শিফটে ফিনিশার কাটিং মেশিনে কাজ করছিলেন। সাড়ে নটা নাগাদ হঠাৎই অসাবধানতায় তাঁর ডান হাত মেশিনে ঢুকে যায়। অনেক চেষ্টা করেও হাত বের করতে পারেননি। শে. পর্যন্ত হাত কেটে মেশিনের এক প্রান্তে চলে যায়। তাঁর এই অবস্থা দেখে সহকর্মীরা ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কোনও অস্থিবিশেষজ্ঞ না থাকায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। শ্রমিকদের অভিযোগ, মাস ছয়েক আগে ওই মেশিনে একই ভাবে আর এক শ্রমিকের ডান হাত খোয়া যায়। এদিন ফের একই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। দুর্ঘটনার পর শ্রমিকরা এদিন কাজ বন্ধ করে দেন। সমস্ত শ্রমিক একজোট হয়ে ক্ষতিপূরণের দাবি জানাতে থাকেন। শ্রমিকদের অভিযোগ, আগে মেশিন চট জলদি বন্ধের জন্য গিয়ার ব্রেকের ব্যবস্থা ছিল। ফলে কেউ দুর্ঘটনায় পড়লে মেশিন সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া যেত। তাতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যেত। তবে তাতে মিলের উৎপাদন ক্ষমতা কিছুটা ব্যাহত হত। কিন্তু বর্তমানে উৎপাদন বৃদ্ধির জন্য মিল কর্তৃপক্ষ মেশিনের গতি বাড়াতে সেই গিয়ার ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। তাতে উৎপাদন বেড়েছে ঠিকই, কিন্তু মেশিনে কর্মরত অবস্থায় সামান্য অসাবধান হলেই বড় ধরনের দুর্ঘটনায় পড়তে হচ্ছে।

তবে শ্রমিকদের এমন অভিযোগ সম্পর্কে মিল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি। মিলের এক কর্তা জানান, আহত শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement