Artists

মুক্তমঞ্চে অনুষ্ঠান চাই, বিক্ষোভে নামলেন শিল্পীরা

লকডাউন ঘোষণার পর থেকে প্রকাশ্যে বিনোদন অনুষ্ঠান বন্ধ। ফলে, অনুষ্ঠানে  গান গেয়ে যে সকল শিল্পীরা রোজগার করতেন, তাঁরা আর্থিক সমস্যায় পড়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ০৩:০০
Share:

চুঁচুড়ায় বিক্ষোভ শিল্পীদের। ছবি: তাপস ঘোষ

মুক্তমঞ্চে অনুষ্ঠানের অনুমতি দেওয়ার দাবিতে পথে নামলেন শিল্পীরা। শুক্রবার হুগলির জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান শিল্পীরা।

Advertisement

লকডাউন ঘোষণার পর থেকে প্রকাশ্যে বিনোদন অনুষ্ঠান বন্ধ। ফলে, অনুষ্ঠানে গান গেয়ে যে সকল শিল্পীরা রোজগার করতেন, তাঁরা আর্থিক সমস্যায় পড়েছেন। লকডাউন উঠে যাওয়ার পরে আস্তে আস্তে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা চলছে রাজ্য। এই অবস্থায় বিধি মেনে মু্ক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চালু করা যেতে পারে বলে মনে করছেন ওই সব শিল্পীরা।

এ দিন বেশ কয়েকজন গায়ক-গায়িকা এবং অনুষ্ঠানে বিভিন্ন বাজনা বাজান, এমন অনেক শিল্পী চুঁচুড়ায় জেলাশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেন। তাঁদের বক্তব্য, যাত্রী পরিবহণ সহ বিভিন্ন পরিষেবা চালু করা হয়েছে। তবে মুক্তমঞ্চে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে

Advertisement

না কেন।

সঙ্গীতশিল্পী অর্পিতা বন্দ্যোপাধ্যায় বলেন,‘‘অনুদান চাই না। মুক্তমঞ্চ ফিরিয়ে দেওয়া হোক। বিধিনিষেধ মেনে মুক্তমঞ্চে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হোক।’’

আর এক শিল্পী আকাশ ভট্টাচার্যের কথায়, ‘‘আমাদের মতো শিল্পীরা সামান্য রোজগার করি। সাত মাস ধরে আর্থিক সঙ্কটে রয়েছি। আস্তে আস্তে সবকিছু চালু হচ্ছে। কিন্তু মুক্তমঞ্চে অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না। এই ভাবে দীর্ঘদিন চললে বাঁচব কী করে?’’

এ বিষয়ে প্রশাসনের এক কর্তার বক্তব্য, ‘‘এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না। এখানে জেলা প্রশাসনের হস্তক্ষেপের সুযোগ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন