জখমদের পাশে আছি, বার্তা বিজেপির

শনিবার দুপুরে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মীদের দেখতে এসে হুগলির জেলা বিজেপি সভাপতি ভাস্কর ভট্টাচার্যর অভিযোগ, “শাসক দল গুন্ডামির রাজনীতি করছে। বিনা প্ররোচনায় আমাদের নেতা-কর্মীদের মারধর করছে। এটা অন্যায়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৭ ০৩:৫৫
Share:

পরিদর্শন: জখমদের দেখতে হাসপাতালে। নিজস্ব চিত্র

মহকুমা জুড়ে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের হামলার অভিযোগ তুলে সরব হলেন জেলা বিজেপি নেতৃত্ব।

Advertisement

শনিবার দুপুরে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি কর্মীদের দেখতে এসে হুগলির জেলা বিজেপি সভাপতি ভাস্কর ভট্টাচার্যর অভিযোগ, “শাসক দল গুন্ডামির রাজনীতি করছে। বিনা প্ররোচনায় আমাদের নেতা-কর্মীদের মারধর করছে। এটা অন্যায়।’’

গত বৃহস্পতিবার বিকালে পুরশুড়ার বিডিও-র কাছে নানা দাবিতে স্মারকলিপি জমা দিতে গিয়ে প্রহৃত হয়েছিলেন বিজেপির নেতা-কর্মীরা। অভিযোগের আঙুল ছিল তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনায় আহত হন ১২ জন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নব দলুই, সনৎ জানা, শ্রীমন্ত চৌধুরী এবং হরপ্রসাদ বাগকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গোঘাটেও একই দিনে আক্রান্ত হন অমিত ঘোষ এবং অচিন্ত্য বাগ নামে আরও তিনজন।

Advertisement

বিজেপি নেতৃত্ব আহত কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে ফের জোরকদমে প্রস্তুতির পরামর্শ দেন। এ দিন জখমদের দেখতে হাসপাতালে যান জেলা সম্পাদক অমিত সিংহ, রাজ্য কমিটির সদস্য অসিত কুণ্ডু, যুব মোর্চার জেলা সহ সভাপতি বিমান ঘোষ প্রমুখ। অসিতবাবুর কথায়, ‘‘ তৃণমূল আমাদের উপর যত আক্রমণ করছে, আমরা ততই জয়ের লক্ষ্যে এগোচ্ছি।’’ তৃণমূল অবশ্য মারধরের অভিযোগ মানতে চায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন