বন্ধ কারখানার জমিতে গাছ কাটার অভিযোগ

স্থানীয়রা জানান, গাছের ছায়ায় বসে স্থানীয় অনেক বাসিন্দাই গল্প করতেন, জিরোতেন। গাছ কাটা শুরু হওয়ায় প্রথম দিকে তাঁরা প্রতিবাদের চেষ্টা করেছিলেন। কিন্তু আপত্তি ধোপে টেকেনি। এলাকার লোকজনের অভিযোগ, কাছ কাটার পিছনে দুষ্কৃতীদের হাত রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ০১:৩০
Share:

খণ্ডিত: এ ভাবে কারখানার মধ্যে পড়ে রয়েছে গাছ। নিজস্ব চিত্র

বন্ধ কারখানার জমি থেকে অবৈধভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল রিষড়ায়। বিরোধী দলগুলির অভিযোগ, শাসক দলের নেতাদের একাংশের মদতেই চলছে ওই গাছ কাটা। প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ।

Advertisement

সূত্রের খবর, রিষড়া পুর-এলাকার বাগখালে গঙ্গার ধারে রয়েছে একটি চটকলের জায়গা। দীর্ঘদিন ধরে সেখানে গঙ্গা অ্যাকশন প্ল্যানের একটি অফিসঘর রয়েছে। সেখানে বট, আম, শিশু, পিপুলের মতো বহু গাছ ছিল। অভিযোগ, মাস দু’য়েক আগে থেকে শুরু হয় গাছ কাটা। ইতিমধ্যে প্রায় সাত বিঘে জায়গা জুড়ে থাকা অন্তত শ’দুয়েক গাছ কেটে সাফও করা হয়ে গিয়েছে বলে অভিযোগ।

স্থানীয়রা জানান, গাছের ছায়ায় বসে স্থানীয় অনেক বাসিন্দাই গল্প করতেন, জিরোতেন। গাছ কাটা শুরু হওয়ায় প্রথম দিকে তাঁরা প্রতিবাদের চেষ্টা করেছিলেন। কিন্তু আপত্তি ধোপে টেকেনি। এলাকার লোকজনের অভিযোগ, কাছ কাটার পিছনে দুষ্কৃতীদের হাত রয়েছে।

Advertisement

রিষড়ার প্রাক্তন পুরপ্রধান, সিপিএম নেতা দি‌লীপ সরকারের অভিযোগ, ‘‘ওই জমি নিয়ে বিতর্ক রয়েছে। শাসক দল আর দুষ্কৃতী যোগ না থাকলে কী ওখানে গাছ কাটা যায়! ওই জমিতে প্রোমোটিং করাই উদ্দেশ্য।’’ জেলা বিজেপি সভাপতি ভাস্কর ভট্টাচার্যের বক্তব্য, ‘‘শাসক-দুষ্কৃতী ভাগ-বাটোয়ারা নিশ্চয়ই রয়েছে। পুলিশ-প্রশাসন পুরসভার চোখের সামনে গাছ কাটা হচ্ছে। মুখে পরিবেশ বাঁচানোর কথা বলে আখেরে তা ধ্বংস করা হচ্ছে।’’

কী বলছে পুরসভা?

তৃণমূলের পুরপ্রধান বিজয় মিশ্রের সাফাই, ‘‘ গাছ কাটা নিয়ে কেউ অভিযোগ করেনি। পরিবেশ ধ্বংস বরদাস্ত করা হবে না।’’ কিন্তু পুরসভা নিজে কি ব্যবস্থা নিতে পারে না? পুরপ্রধানের জবাব, ‘‘বন্ধ কারখানার চৌহদ্দিতে কী চলছে, উঁচু পাঁচিল ভেদ করে সব সময় তা বাইরে থেকে দেখা যায় না। দরকারে পুলিশ এবং বন দফতরে কথা বলব।’’ গাছ কাটার সঙ্গে দলীয় নেতাদের যোগ থাকার অভিযোগ পুরপ্রধান মানেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement