হাওড়ার জগৎবল্লভপুর শিবানন্দবাটীতে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্প্রতি আয়োজক ছিল পিএটি নাট্য সংস্থা। অনুষ্ঠানটি হয় আয়োজক সংস্থার ঘরে। পরিবেশিত হয় গান, নাচ ও আবৃত্তি। আয়োজকেরা জানান, তাদের নাট্য সংস্থার ৪১ তম বর্ষপূর্তি উপলক্ষেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে শ্রোতাদের উপস্থিতি ছিল ভালই।