প্রচারে সৌজন্য, হাত মেলালেন জয়-সোমা

রাস্তার মধ্যেই উলুবেড়িয়া লোকসভার কংগ্রেস প্রার্থী সোমা রানিশ্রী রায়ের সঙ্গে প্রথমে হাসিমুখে করমর্দন, তারপরে কিছুক্ষণ স্মৃতিচারণে ডুব দিলেন বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নুরুল আবসার

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ০২:১০
Share:

সৌজন্য: সোমা রানিশ্রী রায় ও জয় বন্দ্যোপাধ্যায়

‘কামান দাগা’ নয়। মুখ ঘুরিয়ে চলে যাওয়া নয়। কুকথা নয়। ভোটের আগের শেষ রবিবারের প্রচারে রাজনৈতিক সৌজন্যের সাক্ষী থাকল আমতার তাজপুর।

Advertisement

রাস্তার মধ্যেই উলুবেড়িয়া লোকসভার কংগ্রেস প্রার্থী সোমা রানিশ্রী রায়ের সঙ্গে প্রথমে হাসিমুখে করমর্দন, তারপরে কিছুক্ষণ স্মৃতিচারণে ডুব দিলেন বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়। যা দেখে দুই দলের প্রবীণ কর্মী-সমর্থকেরা মানছেন, ভোট প্রচারে প্রতিদ্বন্দ্বী দলগুলি যখন রোজই পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করছে, তখন দুই প্রার্থীর এমন সৌজন্য এখন প্রায় বিরল।

জয় এব‌ং সোমা— দু’জনেই এ দিন আমতা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রচার করছিলেন। দু’জনেই রোড শো করছিলেন হুডখোলা জিপে। সঙ্গে মোটরবাইকে দুই দলের কর্মী-সমর্থকেরা। সোমার সঙ্গে ছিলেন আমতার কংগ্রেস বিধায়ক অসিত মিত্রও। তাজপুর থেকে বেতাইয়ের দিকে যাচ্ছিলেন সোমা। বেতাইয়ের দিক থেকে তাজপুরের দিকে আসছিলেন জয়। বেলা সাড়ে ১২টা নাগাদ গনগনে রোদের মধ্যে তাজপ‌ুর এম এন রায় ইনস্টিটিউটের সামনে মুখোমুখি এসে যায় দুই প্রার্থীর গাড়ি। দু’টি গাড়িই পাশাপাশি দাঁড়িয়ে পড়ে। জিপে দাঁড়িয়ে ছিলেন সোমা এবং অসিতবাবু। জয় বসে ছিলেন। কিন্তু কংগ্রেস প্রার্থীকে দেখেই উঠে দাঁড়ান। পরস্পরের দিকে দু’জনেই হাত বাড়িয়ে করমর্দন করেন। তারপর বাক্যালাপ।

Advertisement

জয়ের প্রতি সোমা, ‘‘আমার সঙ্গে আপনার কলকাতার একটা স্টুডিওতে দেখা হয়েছিল।’’ জয়ের পাল্টা প্রশ্ন, ‘‘কী ভাবে দেখা হল? আপনি কি সিনেমা জগতের লোক?’’

সোমা—‘‘না না, আপনার সঙ্গে আমি একটি বিতর্কসভায় যোগ দিয়েছিলাম। সেই সময়ে দেখা হয়েছিল।’’ হেসে জয়ের প্রত্যুত্তর, ‘‘ও, আচ্ছা।’’

শেষে দু’জনেই পরস্পরকে জানালেন নির্বাচনী লড়াইয়ে শুভেচ্ছা। তারমধ্যে অবশ্য অসিতবাবুর পরিচয় পেয়ে যান জয়। অসিতবাবুকে জয় বলেন, ‘‘আপনার কথা অনেক শুনেছি। প্রবীণ রাজনীতিবিদ আপনি। পুরনো বিধায়ক। আমি নতুন লড়াইয়ে নেমেছি। আশীর্বাদ করবেন।’’ অসিতবাবু বলেন, ‘‘ভাল থাকবেন।’’ এরপরে দু’টি জিপ দু’দিকে বেরিয়ে যায়।

গোটা দেশেই কংগ্রেস ও বিজেপি পরস্পরের বিরুদ্ধে কামান দাগছে। তবুও এ দিনের ঘটনাকে রাজনীতির বাইরে রাখেন সোমা। তিনি বলেন, ‘‘জয়ের সঙ্গে আমার লড়াই ব্যক্তিগত নয়। রাজনৈতিক আদর্শের লড়াই। সেই ময়দানে বিজেপিকে আমি এক ইঞ্চি জমি ছাড়ব না। কিন্তু কংগ্রেস সৌজন্যেরও অনুসারী। সেই কারণেই বিজেপি প্রার্থীর সঙ্গে সৌজন্য বিনিময় করলাম। বুঝিয়ে দিলাম, তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত কোনও শত্রুতা নেই।’’

জয় বলেন, ‘‘রাজনীতির ময়দানে আমরা যে যাঁর আদর্শকে সামনে রেখে লড়াইয়ে নেমেছি। শেষ সিদ্ধান্ত নেবেন মানুষ। কিন্তু রাজ‌নৈতিক লড়াই ব্যক্তিগত সম্পর্কে ছাপ ফেলবে কেন? অসিতবাবু পোড়খাওয়া রাজনীতিবিদ। তাই তাঁর কাছে আশীর্বাদ প্রার্থনা করেছি। একে কোনও অন্যায় নেই।’’ অসিতবাবুও একে সৌজন্য প্রদর্শন বলেই মম্তব্য করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement