ভাইকে ছুরি মেরে খুনের অভিযোগ

মৃতের পরিজনদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দাদা হারাধন প্রামাণিককে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুন ২০১৯ ০২:০০
Share:

নিহত: গগন প্রামাণিক। নিজস্ব চিত্র

স্ত্রীর সঙ্গে খুড়তুতো ভাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে—এই সন্দেহে ভাইকে ছুরি মেরে খুনের অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। বুধবার রাতে পুরশুড়ার মসিনানের এই ঘটনায় নিহতের নাম গগন প্রামাণিক (৪২)। পেটে এবং বুকে ছুরিবিদ্ধ অবস্থায় তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই রাতে তাঁর মৃত্যু হয়।

Advertisement

মৃতের পরিজনদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দাদা হারাধন প্রামাণিককে। বৃহস্পতিবার ধৃতকে আরামবাগ আদালতে পাঠানো হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গগন ও হারাধন— দুই ভাই-ই পেশায় ট্রাকচালক। বুধবার রাতে বাড়ি ফিরে হারাধন স্ত্রীর কাছে একটি মোবাইল দেখতে পায়। কোথা থেকে সেই মোবাইল এল, তা নিয়ে শুরু হয় দু’জনের অশান্তি।

Advertisement

হারাধনের স্ত্রী পরে স্বীকার করেন, ওই ফোন তাঁকে দিয়েছেন গগন। এরপরই গগনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে স্ত্রীকে মারতে শুরু করে হারাধন। এমনকি স্ত্রীকে গগনের বাড়ি পর্যন্ত টেেন নিয়ে যায় হারাধন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে গিয়ে বচসা চলাকালীন হঠাৎ হারাধন ছুরি বসিয়ে দেয় গগনের পেটে ও বুকে। স্থানীয় বাসিন্দারা পুলিশ খবর দেন। হারাধনের মারধরে জখম স্ত্রীকেও আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement