রাস্তা থেকে তুলে আহতকে হাসপাতালে পাঠালেন মন্ত্রী

রবিবার সকাল সওয়া ১১টা। কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ছুটছে মন্ত্রীর কনভয়। বালির নর্থ ঘোষপাড়ায় একটি রক্তদান শিবিরে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০১৬ ০০:৫৭
Share:

রবিবার সকাল সওয়া ১১টা। কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে ছুটছে মন্ত্রীর কনভয়। বালির নর্থ ঘোষপাড়ায় একটি রক্তদান শিবিরে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির আগে যাচ্ছিল একটি টেম্পো। জগাছার একটি রেস্তোরাঁর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোটি উল্টে যায়। চালক-সহ তিনজন রাস্তায় ছিটকে পড়েন। চোখের সামনে ওই দুর্ঘটনা দেখে গাড়ি থেকে নেমে পড়েন সেচমন্ত্রী। এগিয়ে গিয়ে জখম টেম্পোচালক বিজয়কে তুলে ধরে বসান। তাঁর বাঁ হাতের ক্ষতস্থান নিজের রুমাল দিয়ে বেঁধে দেন। তাঁকে জল খাওয়ান। কোনা ট্রাফিক গার্ডের আইসিকে ফোন করে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করতে বলেন। তড়িঘড়ি হাওড়া সিটি পুলিশের অ্যাম্বুল্যান্স সেখানে পৌঁছে যায়। বিজয় ও তাঁর সঙ্গীদের তাতে তুলে দিয়ে হাওড়া জেলা হাসপাতালের সুপারকে ফোন করে রাজীববাবু আহতদের চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দেন। মন্ত্রীর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী মানুষের বিপদে পাশে দাঁড়াতে বলেছেন। আমি আগে একজন মানুষ, তার পরে মন্ত্রী। তাই একজন মানুষ হিসেবেই মানুষের পাশে দাঁড়িয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement