সালকিয়ায় ছিনতাই

নজর-ক্যামেরাই ধরাল ২ দুষ্কৃতীকে

হার ছিনতাই হল হাওড়াতেও। বৃহস্পতিবার ভোরে সালকিয়ার বাবুডাঙায় গলির ভিতরে এক মহিলার হার ছিনতাই করে চম্পট দেয় ছিনতাইকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ০৭:১৮
Share:

হার ছিনতাই হল হাওড়াতেও। বৃহস্পতিবার ভোরে সালকিয়ার বাবুডাঙায় গলির ভিতরে এক মহিলার হার ছিনতাই করে চম্পট দেয় ছিনতাইকারীরা। রাতেই অবশ্য সিসিটিভি ফুটেজ দেখে দুই ছিনতাইকারীকে জোড়াবাগান এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সৈয়দ মেহতাব ওরফে সৈয়দ মিরাজ ওরফে ভিকি এবং ওয়াজিদ হোসেন। দু’জনেই মেটিয়াবুরুজের বাসিন্দা।

Advertisement

পুলিশ জানায়, এ দিন ভোরে সালকিয়ার ওই গলিতে দীপালী দাস নামে এক গৃহবধূর হার ছিনতাই হয়। স্থানীয় ফুলতলা গঙ্গার ঘাট থেকে প্রাতভ্রর্মণ সেরে ওই গলি দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ঘটনার সময়ে তাঁর সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী স্বপ্না সেনও।

দীপালীদেবী জানান, গলির ভিতর দিয়ে হাঁটার সময়ে একটি মোটরবাইক পিছন থেকে হর্ন বাজায়। বাইকটিকে যেতে দেওয়ার জন্য রাস্তা ছেড়ে দেন তাঁরা। বাইকটিতে হাতে হেলমেট নিয়ে দুই যুবককে দেখেছিলেন তাঁরা। তাদের মধ্যে এক জনের পরনে ছিল কালো টি-শার্ট। কিছুক্ষণ পরে ওই বাইকটিই বিপজ্জনক ভাবে তাঁদের দিকে ধেয়ে আসে। তখন অবশ্য দুই যুবকের মাথায় হেলমেট ছিল বলে পুলিশকে জানিয়েছেন দীপালিদেবী। কিছু বুঝে ওঠার আগেই তাঁর গলা থেকে সোনার হারটি ছিনিয়ে গলি থেকে জিটি রোডে উঠে যায় বাইকটি। সম্বিত ফিরে পেয়ে দীপালীদেবীরা বাইকটিকে ধাওয়া করলেও ধরতে পারেননি।

Advertisement

কী ভাবে ধরা পড়ল দুই দুষ্কৃতী? পুলিশ সূত্রে খবর, এ দিনের ঘটনার পরে এলাকার সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ছবি কলকাতা ও হাওড়ার বিভিন্ন থানায় পাঠানো হয়। সন্ধ্যায় জোড়াবাগান এলাকায় একটি ছিনতাইয়ের খবর পায় স্থানীয় পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে খোঁজ শুরু হয় দুষ্কৃতীদের। এর কিছুক্ষণ পরে দুই যুবককে সন্দেহজনক ভাবে এলাকায় ঘুরতে দেখে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতদের জেরা করে এবং মালিপাঁচঘরা থানার পাঠানো সিসিটিভি ফুটেজের সঙ্গে জোড়াবাগন এলাকার সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখে পুলিশ নিশ্চিত হয়, ওই দুই যুবকই সালকিয়ায় হার ছিনতাই করেছে। এর পরেই তাদের গ্রেফতার করা হয়।

হাওড়া কমিশনারেটের গোয়েন্দা প্রধান সুমিত কুমার বলেন, ‘‘সিসিটিভি-র সুবিধা এটাই। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আমরা দুই দুষ্কৃতীকে গ্রেফতার করতে পেরেছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন