পাঁচিল ভেঙে প্রৌঢ়ার মৃত্যু

রাস্তার ধারের একটি পাঁচিল ভেঙে পড়ায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। আহত হন দু’জন। সোমবার দুপুরে হাওড়ার সাঁকরাইল পঞ্চায়েতের দরগাতলা এলাকায় এই দুর্ঘটনায় মৃতের নাম মায়া সাহা (৬০)। তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন। আহতদের আলমপুরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। এ দিন মায়াদেবী-সহ কয়েক জন জীর্ণ পাঁচিলটির ধারে দাঁড়িয়েছিলেন। তখনই দুর্ঘটনা। নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানেই মায়াদেবী মারা যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০০:৪৩
Share:

রাস্তার ধারের একটি পাঁচিল ভেঙে পড়ায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। আহত হন দু’জন। সোমবার দুপুরে হাওড়ার সাঁকরাইল পঞ্চায়েতের দরগাতলা এলাকায় এই দুর্ঘটনায় মৃতের নাম মায়া সাহা (৬০)। তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন। আহতদের আলমপুরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। এ দিন মায়াদেবী-সহ কয়েক জন জীর্ণ পাঁচিলটির ধারে দাঁড়িয়েছিলেন। তখনই দুর্ঘটনা। নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে সেখানেই মায়াদেবী মারা যান। স্থানীয় জেলা পরিষদ সদস্য নাসিমা গাজি বেগমের নেতৃত্বে বাসিন্দারা সাঁকরাইল থানায় গিয়ে লিখিত অভিযোগে জানান, এলাকার এক প্রোমোটার ওই পাঁচিলের পাশে প্রচুর পরিমাণে বালি রেখেছিলেন। সেই ভার সহ্য করতে না পেরেই পাঁচিলটি ভেঙে পড়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement