অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণে নিম্নমানের জিনিস ব্যবহারের অভিযোগ তুলেছিলেন তিনি। ব্লক প্রশাসন যার তদন্তও করে। কিন্তু তারপরেও কাজ বন্ধ রাখার কোনও প্রশাসনিক নির্দেশ আসেনি। যার জন্য ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মিত অংশের একাংশ ভেঙে দেওয়ার দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গোঘাট ১ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিজয় রায়ের বিরুদ্ধে। দলের একাংশের পাল্টা অভিযোগ, ঠিকাদারের সঙ্গে বখরা নিয়ে গোলমালের কারণেই এমন কাজ করেছেন পূর্ত কর্মাধ্যক্ষ। ফলে অভিযোগ, পাল্টা অভিযোগ ফের প্রকাশ্যে এসেছে গোঘাটে দলের গোষ্ঠীদ্বন্দ্ব।
ব্লক প্রশাসন সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে বুধবার গোঘাট-১ ব্লকের আমডোবা গ্রামে। পূর্ত কর্মাধক্ষ্য বিজয়বাবুর দাবি, “নিম্নমানের বালি, সিমেন্ট দিয়ে নির্মাণ কাজ চালানো সত্ত্বেও কী করে কাজটি ব্লকের ছাড়পত্র পেল সেটাই প্রশ্ন। দেওয়ালে একটু চাপ দিতেই হুড়মুড় করে ভেঙে যায়।” বিডিও অসিতবরণ ঘোষের অবশ্য দাবি, “অভিযোগ পেয়ে তদন্ত করা হয়। কিন্তু নির্মাণে কোনও ত্রুটি ধরা পড়েনি। তাই কাজ বন্ধেরও নির্দেশ দেওয়া হয়নি। এরপরেও কে বা কারা নির্মাণ ভাঙল তা নিয়ে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ করা হবে।’’ গোঘাটের বিধায়ক মানস মজুমদার বলেন, ‘‘যেখানে শিশুদের বিষয় জড়িত সেখানে প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে ওই নির্মাণ একটু ঠেলা দিলেই ভাঙবে কেন?’’ তিনি জানান, এ নিয়ে যে অভিযোগ ও পাল্টা অভিযোগ উঠেছে সবটাই উচ্চপর্যায়ের তদন্তের জন্য জেলা প্রশাসনের নজরে আনা হবে।’’