খেলার টুকরো খবর

হাওড়া জগৎবল্লভপুর কাউগাছি নিউ ইয়ং সোসাইটির উদ্যোগে এবং সমাজসেবী শেখ রেকিবুদ্দিন-এর সহযোগিতায় নক আউট পাওয়ার বল প্রতিযোগিতায় টসে জিতে চ্যাম্পিয়ন হল আমতা দেওড়া মল্লিক ব্রাদার্স। টুর্নামেন্টে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে ১৬টি দল যোগ দিয়েছিল।

Advertisement
শেষ আপডেট: ২১ মে ২০১৫ ০১:৩৬
Share:

নক আউট পাওয়ার বলে জিতল আমতার ক্লাব

Advertisement

হাওড়া জগৎবল্লভপুর কাউগাছি নিউ ইয়ং সোসাইটির উদ্যোগে এবং সমাজসেবী শেখ রেকিবুদ্দিন-এর সহযোগিতায় নক আউট পাওয়ার বল প্রতিযোগিতায় টসে জিতে চ্যাম্পিয়ন হল আমতা দেওড়া মল্লিক ব্রাদার্স। টুর্নামেন্টে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে ১৬টি দল যোগ দিয়েছিল। ফাইনালে ওঠে আমতা দেওড়া মল্লিক ব্রাদার্স ও হাওড়া বাকসাড়া বালক সঙ্ঘ। নির্ধারিত সময়ে দু’দলই দু’টি করে গোল করায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারেও দু’দল তিনটি করে গোল করায় টসে ফয়সালার সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত টসে জিতে চ্যাম্পিয়ন হয় আমতা দেওড়া মল্লিক ব্রাদার্স। ম্যান অব দ্য ম্যাচ হন বাকসাড়া বালক সঙ্ঘের ভোম্পু ঘোষ। ম্যান অব দ্য টুর্নামেন্ট হন শেখ মিরজাফ এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তোহিত রহমান উভয়েই আমতা দেওড়া মল্লিক ব্রাদার্স-এর খেলোয়াড়। খেলা পরিচালনা করেন নিতাই মণ্ডল ও শেখ নাজির হোসেন।

Advertisement

নক আউট ক্রিকেটে জয়ী বাগনান কোবরা

হাওড়ার আমতা মেলাই পাড়া সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে সারারাতের নক আউট ক্রিকেটে জয়ী হল বাগনান কোবরা গ্যাংস। আমতা মেলাই চণ্ডীমন্দির সংলগ্ন মাঠে ওই প্রতিযোগিতায় জেলার ৮টি দল যোগ দিয়েছিল। ফাইনালে ওঠে বাগনান কোবরা গ্যাংস ও আমতা সেবাব্রতী সঙ্ঘ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ ওভারে সমস্ত উইকেট হারিয়ে ৫৯ রান তোলে বাগনান। আমতা সেবাব্রতী সঙ্ঘ চার ওভার দুই বলে সমস্ত উইকেট হারিয়ে ১৬ রান তোলায় ৪৩ রানে জয়ী হয় বাগনান কোবরা গ্যাংস। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন প্রকাশ মণ্ডল এবং ম্যান অব দ্য সিরিজ হন মুকুল আলি। উভয়েই বাগনান কোবরা গ্যাংস-এর খেলোয়াড়। সেরা বোলার হন আমতা সেবাব্রতী সঙ্ঘের শেখ সাদিক। বেস্ট ব্যাটসম্যান শেখ পিন্টু, বেস্ট ফিল্ডার প্রকাশ মণ্ডল, বেস্ট ক্যাচ নেন সুজন আহমেদ, বেস্ট উইকেটকিপার শেখ পিন্টু, বেস্ট ক্যাপ্টেন সুজন আহমেদ। সকলেই বাগনান কোবরা গ্যাংস-এর খেলোয়াড়। আম্পায়ার ছিলেন স্নেহাশিস চোঙদার ও তমাল মাইতি।

জয়ী জ্ঞানানন্দ ফুটবল অ্যাকাডেমি

পাঁচলা গঙ্গাধরপুরে আমন্ত্রণমূলক নক আউট ফুটবলে চ্যাম্পিয়ন হল জ্ঞানানন্দ ফুটবল অ্যাকাডেমি। ১৬ মে স্থানীয় বিএড কলেজ মাঠে ওই প্রতিযোগিতায় হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলা যোগ দিয়েছিল। ফাইনালে মুখোমুখি হয় গঙ্গাধরপুর কেইউসিটি জ্ঞানানন্দ ফুটবল অ্যাকাডেমি ও পাঁশকুড়া ফুটবল কোচিং সেন্টার। খেলায় ৫-০ গোলে জয়ী হয় জ্ঞানানন্দ। দলের হয়ে একটি করে গোল করেন মুস্তাক আলি, আদুর রহমান ও তপন নায়েক। একাই দু’টি গোল করেন সন্টে দাস। ম্যান অব দ্য ম্যাচ জ্ঞানানন্দের অভিজিৎ রাজবংশী। সর্বোচচ্চ গোলদাতার পুরস্কার পান সন্টে দাস। রেফারি ছিলেন দেবায়ন রায়। খেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ সন্তোষ দাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন