স্কুলে আটকে রাখার অভিযোগ শিক্ষিকার

স্কুলের ভিতরে এক শিক্ষিকাকে আটকে রাখার অভিযোগ উঠল অধ্যক্ষার বিরুদ্ধে। যদিও অধ্যক্ষা অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ০১:৩৭
Share:

প্রতীকী ছবি।

স্কুলের ভিতরে এক শিক্ষিকাকে আটকে রাখার অভিযোগ উঠল অধ্যক্ষার বিরুদ্ধে। যদিও অধ্যক্ষা অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

শুক্রবার হাওড়ার রামরাজাতলার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ঘটনা। পুলিশ জানিয়েছে, বহ্নিহোত্রী হাজরা নামে এক শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করেছিল স্কুল। এ দিন সকালে স্কুলে নিজের বকেয়া টাকা ও জিনিসপত্র আনতে গেলে অধ্যক্ষা অ্যান কে অগাস্টিন তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওই শিক্ষিকার। এমনকি, গেটে তালা দিয়ে তাঁকে ঘণ্টাখানেক আটকে রাখা হয় বলেও অভিযোগ। ওই শিক্ষিকা বলেন, ‘‘আমি অন্য শিক্ষিকা ও স্কুলের নিরাপত্তাকর্মীকে বলি তালা খুলে দিতে। কিন্তু কেউ খোলেননি।’’ এর পরেই ওই শিক্ষিকা তাঁর বাড়িতে ফোন করলে তাঁরা ১০০ ডায়ালে ফোন করে অভিযোগ জানান। পুলিশ গিয়ে ওই শিক্ষিকাকে উদ্ধার করে। পরে ওই শিক্ষিকা অধ্যক্ষার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

সব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষা বলেন, ‘‘ওই মহিলা যখন এসেছিলেন, তখন আমি ছিলাম না। ওঁর সব অভিযোগ মিথ্যা।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন