TMC

তৃণমূলের নিশানায় রাজ্যপাল ও বিজেপি

সমাবেশে বিজেপি এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিশানা করেন তৃণমূল নেতৃত্ব। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোঘাট শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ০৩:০৯
Share:

গোঘাটে তৃণমূলের সমাবেশ সোমবার। ছবি: সঞ্জীব ঘোষ

মঞ্চে দলের জেলা সভাপতির অনুপস্থিতিতে গুঞ্জন ছড়ালেও সোমবার গোঘাটে তৃণমূলের সভায় মোটের উপরে নেতৃত্বের ঐক্যের ছবিটা কর্মীদের সামনে তুলে ধরতে পারল রাজ্যের শাসকদল।এ দিন গোঘাটের বেঙ্গাইয়ে সভা ছিল তৃণমূলের। সমাবেশের আকার দেখে তৃপ্ত তৃণমূল নেতৃত্ব। মঞ্চে হাজির ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, মন্ত্রী তপন দাশগুপ্ত ও অসীমা পাত্র, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, হরিপালের বিধায়ক বেচারাম মান্না। যদিও তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদবকে মঞ্চে দেখা যায়নি। কারণ জানতে চাওয়ায় তিনি বলেন, ‘‘দলের নির্দেশে অন্য কাজে ব্যস্ত ছিলাম।’’

Advertisement

সমাবেশে বিজেপি এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিশানা করেন তৃণমূল নেতৃত্ব। বিজেপিকে আক্রমণে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য হাজির করে শ্রীরামপুরের সাংসদ বলেন, “রাজ্যপালের সাংবাদিক বৈঠক যাঁরা দেখেছেন, তাঁরা মিলিয়ে নেবেন, উত্তরপ্রদেশে প্রতি ২ ঘণ্টায় এক জন মহিলা ধর্ষিতা হচ্ছেন। প্রতি ৯০ মিনিটি এক জন শিশুর উপরে অন্যায়-অত্যাচার হচ্ছে। সার্বিক ভাবে মেয়েদের উপরে অপরাধ বেড়েছে ৬৬ শতাংশ।’’ তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে এ রাজ্যে মহিলাদের উপরে নির্যাতন বাড়বে। যদিও রাজ্যে ক্ষমতা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে মনে করেন কল্যাণ। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষের তীর্যক মন্তব্য, ‘‘তৃণমূল নিশ্চিত ভাবে ক্ষমতাচ্যুত হবে। এটা জেনেই আজেবাজে কথা বলছেন কল্যাণবাবু।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন