গ্যাঞ্জেস চটকল

দিন কামানোয় কাজ বন্ধ করলেন শ্রমিকেরা

কাজের দিন কমিয়ে দেওয়ার প্রতিবাদে কাজ বন্ধ করে দিলেন শ্রমিকেরা। রবিবার বাঁশবেড়িয়ায় গ্যাঞ্জেস চটকলের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০২:৪৮
Share:

কাজের দিন কমিয়ে দেওয়ার প্রতিবাদে কাজ বন্ধ করে দিলেন শ্রমিকেরা। রবিবার বাঁশবেড়িয়ায় গ্যাঞ্জেস চটকলের ঘটনা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্যাঞ্জেস চটকল কর্তৃপক্ষ সম্প্রতি কাঁচা মালের অভাব দেখিয়ে সপ্তাহে ৬ দিন কাজের পরিবর্তে পাঁচ দিনের কাজের সিদ্ধান্ত নেয়। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়ায়। কারণ, সপ্তাহে এক দিন কাজ বন্ধ মানেই একদিনের মজুরি পাওয়া যাবে না। যদিও মিল কর্তৃপক্ষ শনিবার রাতেই এই মর্মে মিলের গেটে নোটিস ঝুলিয়ে দেন। রবিবার সকালে প্রথম শিফটে কাজে যোগ দিতে এসে নোটিস দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা। আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ প্রতি বছর এই সময় কাঁচা মালের অভাব দেখিয়ে মিলে এ ধরনের পরিস্থিতি তৈরি করে। মিল শ্রমিক নূর আলম বলেন, ‘‘কাঁচা মালের অভাব দেখিয়ে কাজের দিন কমিয়ে আমাদের মজুরি কমানোর চেষ্টা চালাচ্ছেন মিল মালিক। এটা কর্তৃপক্ষের একটা চক্রান্ত। এতে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে উঠলেই শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে মিলের দরজা বন্ধ করে দেবে।’’ আর এক মিল শ্রমিক বিশ্বনাথ সাহা বলেন, ‘‘হুগলির অন্যান্য জুটমিলে যে সমস্যা রয়েছে সেই তুলনায় এই মিলে কোনও সমস্যা ছিল না। বাইরে থেকে শ্রমিক এনে কাজ করিয়ে এখানকার শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করছে। প্রতি বছরই এই সমস্যা সৃষ্টির চেষ্টা চলে। কিন্তু শ্রমিকদের জন্য তা সম্ভব হয়ে ওঠে না।’’ যদিও এই বিষয়ে মিল কর্তৃপক্ষ কোনও কথা বলতে চাননি।

এ দিন চটকলে কোনওরকম অশান্তি এড়াতে পুলিশ মোতায়েন ছিল। এদিন মিলের ২ নম্বর ঘরের কোনও শ্রমিকই কাজে যোগ দেয় নি। তবে অন্য বিভাগে প্রথম শিফটে কাজ না হলেও দ্বিতীয় শিফটে কাজে যোগ দেন শ্রমিকরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement