Darjeeling Zoo

দার্জিলিঙে ‘বরফের চিড়িয়াখানা’! বন্যজন্তুর ডিএনএ সংরক্ষণ করা হবে -১৯৬ ডিগ্রি সেন্টিগ্রেডে

এ বার ‘বরফের চিড়িয়াখানা’ গড়ে উঠতে চলেছে দার্লিলিঙে। শৈলশহরের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের তৈরি হচ্ছে ‘বরফের চিড়িয়াখানা’, যা দেশের মধ্যে প্রথম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৯:৩৯
Share:

—প্রতীকী চিত্র।

এ বার ‘বরফের চিড়িয়াখানা’ গড়ে উঠতে চলেছে দার্লিলিঙে। শৈলশহরের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কের তৈরি হচ্ছে ‘‌বরফের চিড়িয়াখানা’‌, যা দেশের মধ্যে প্রথম। চি়ড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, এটি হিমালয়ান বন্যজন্তুর ডিএনএ সংরক্ষণের প্রকল্প। স্টিলের ট্যাঙ্কে তরল নাইট্রোজেনে -১৯৬ ডিগ্রি সেন্টিগ্রেডে ডিএনএ সংরক্ষিত করা হবে।

Advertisement

পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং দক্ষিণী রাজ্য হায়দরাবাদে ‘সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি’র যৌথ উদ্যোগে এই প্রকল্প রূপায়িত হতে চলেছে। বাংলার ‘চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন’ দেবল রায় বলেন, ‘‘‌এটি ডিএনএ সংরক্ষণ করার প্রচেষ্টা। আমরা বন্যপশুদের নমুনা সংগ্রহ করছি। যদি কোনও জন্তু স্বাভাবিক ভাবে মারা যায় বা অকালমৃত্যু ঘটে, তা হলে আমরা তাদের নমুনা এ ভাবেই সংরক্ষণ করব।’’ ‌

চিড়িয়াখানার অধিকর্তা বাসবরাজ হোলেয়াচির বক্তব্য, ‘‘‌আমরা চিড়িয়াখানার ভিতরে পরীক্ষাগার গড়ে তুলেছি, যেখানে এই ডিএনএগুলি থাকবে। এই বরফের চিড়িয়াখানায় থাকবে অপরিবর্তনশীল জেনেটিক সামগ্রী, যা দিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করা যায়। এখানে ক্রমাগত তরল নাইট্রোজেন সরবরাহ করা হবে।’’‌

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement