Drowned

স্নানে নেমে হুগলির ৪ জন তলিয়ে গেলেন গঙ্গায়! স্পিডবোট নামিয়ে খোঁজ শ্রীরামপুর, শেওড়াফুলির ঘাটে

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ শ্রীরামপুর সুরকি ঘাটে স্নান করতে যায় তিন নাবালক-নাবালিকা। জলে নামার কিছু ক্ষণের মধ্যে জোয়ারের টানে তলিয়ে যায় তিন জনই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৫:২৭
Share:

স্পিডবোট নামিয়ে চলছে তল্লাশি। —নিজস্ব চিত্র।

ছুটির দিনে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন চার জন। হুগলির একটি গঙ্গার ঘাটে স্নানে নেমে ডুবে যান এক যুবক। অন্যটিতে একই সঙ্গে তিন কিশোর-কিশোরী তলিয়ে গিয়েছে। রবিবার দুই জায়গাতেই তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। তবে এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ শ্রীরামপুর সুরকি ঘাটে স্নান করতে যায় তিন নাবালক-নাবালিকা। জলে নামার কিছু ক্ষণের মধ্যে জোয়ারের টানে তলিয়ে যায় তিন জনই। খবর পেয়ে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে যায় ঘটনাস্থলে। স্পিডবোট নামিয়ে তল্লাশি চলছে গঙ্গায়।

জানা গিয়েছে, তলিয়ে যাওয়া তিন কিশোর-কিশোরীর নাম নিসা রায়, অঞ্জলি মাহাতো এবং রোহন প্রসাদ। শ্রীরামপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড শীতলাতলার বাসিন্দা তারা। তিন জন দুপুরে সুরকি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায়।

Advertisement

অন্য দিকে, শেওড়াফুলির নিস্তারিণী গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যান হরিপালের এক যুবক। তাঁর নাম প্রীতম দাস। ২১ বছরের যুবকের জ্যাঠতুতো দাদা মুকুল দাস জানান, হরিপালের নারায়ণপুরে তাঁদের বাড়ি। মাস দেড়েক আগে কলকাতায় একটা চাকরি পান তাঁর ভাই। বাড়িতে কালীপুজোর আয়োজন হয়েছে। সেই পুজোর আগে গঙ্গাস্নান করতে গিয়েছিলেন প্রীতম। তিনি বলেন, ‘‘ভোর ৫টায় ট্রেন ধরে হরিপাল থেকে শেওড়াফুলি আসে ও। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছে।’’ যুবকের তলিয়ে যাওয়ার খবর পেয়ে শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ যায় ওই গঙ্গার ঘাটে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। সেখানেও স্পিডবোট দিয়ে তল্লাশি চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement