Special Intensive Revision

শুনানি-লাইনে বিধায়ক, ডাক প্রাক্তনদেরও

কলকাতায় নোটিস পেয়ে শুনানি-কেন্দ্রে হাজিরা দিয়েছেন বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তও। বিধায়কের কথায়, ‘‘২০০২ সালের ভোটার তালিকায় আমার ঠিক বয়স ওঠেনি। পরে অবশ্য সংশোধন করা হয়। কিন্তু গোলমাল থাকা বয়সের হিসাবেই ছেলেদের সঙ্গে আমার বয়সের পার্থক্য ৫০ বছর হয়ে যায়।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০৭:৫১
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এসআইআর-এর শুনানিতে ডাকা হল ফালাকাটার বিজেপি বিধায়ক তথা দলের রাজ্য সহ-সভাপতি দীপক বর্মণের দুই ছেলে মানস বর্মণ ও মহুল বর্মণকে। লাইন দিয়ে তাঁদের হয়ে ফালাকাটা ব্লক প্রশাসন দফতরে সোমবার নথি জমা করেছেন দীপকই। কলকাতায় নোটিস পেয়ে শুনানি-কেন্দ্রে হাজিরা দিয়েছেন বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্তও। বিধায়কের কথায়, ‘‘২০০২ সালের ভোটার তালিকায় আমার ঠিক বয়স ওঠেনি। পরে অবশ্য সংশোধন করা হয়। কিন্তু গোলমাল থাকা বয়সের হিসাবেই ছেলেদের সঙ্গে আমার বয়সের পার্থক্য ৫০ বছর হয়ে যায়।’’ তিনি জানান, ছেলেরা বাইরে থাকায় তিনি শুনানিতে গিয়ে নথি জমা দেন। আলিপুরদুয়ারের মহকুমাশাসক দেবব্রত রায় বলেন, ‘‘ভোটার তালিকায় তথ্যগত ত্রুটি যাঁদের থাকছে, তাঁদের প্রত্যেককেই নির্দিষ্ট গাইডলাইন মেনে শুনানিতে ডাকা হচ্ছে।’’ স্বপন জানিয়েছেন, শুনানি-পর্ব মসৃণ ভাবেই মিটে গিয়েছে। সুস্থ গণতন্ত্র চাইলে সকলেরই সাংবিধানিক কর্তব্য পালন করা উচিত বলে তাঁর মত। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের (সিইও) দফতরের সামনে কংগ্রেসের বিক্ষোভে যোগ দিতে এসে উত্তরবঙ্গের চাকুলিয়ায় শুনানির জন্য নোটিসের খবর পেয়েছেন প্রাক্তন বিধায়ক আলি ইমরান রাম্‌জও (ভিক্টর)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন