পর্যটকদের পরিষেবায় ১৮ জেলায় তথ্য কেন্দ্র

পর্যটনের দিক থেকে গুরুত্বপূর্ণ জেলাগুলিতে ২০টি ভ্রাম্যমাণ তথ্য সহায়তা কিয়স্কও দেখা যাবে খুব শীঘ্রই। এ ব্যাপারে দরপত্র চেয়েছে পর্যটন দফতর। ভ্রাম্যমাণ কিয়স্কগুলি জেলার গুরুত্বপূর্ণ রাস্তা, অফিসপাড়া, বড় বাজারের মতো জনসমাগমের এলাকায় ঘুরবে।

Advertisement

পিনাকী বন্দ্যোপাধ্যায়

কলকাতা শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৮ ০৩:১৮
Share:

সহায়তা কেন্দ্রগুলিতে গিয়ে তথ্য সাহায্য পাবেন পর্যটকেরা। —প্রতীকী ছবি।

কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে দু’টি তথ্য কেন্দ্র রয়েছে। দেশ-বিদেশের পর্যটকদের স্বার্থে আরও তথ্য সহায়তা কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছে পর্যটন দফতর। ১৮টি জেলায় এই ধরনের ৩০টি কিয়স্ক বা সহায়তা কেন্দ্র চালু করা হবে। রাজ্যের প্রতিটি পর্যটন কেন্দ্রের সবিস্তার তথ্য এক জায়গা থেকেই পেয়ে যাবেন ভ্রমণার্থীরা।

Advertisement

শুধু তা-ই নয়, পর্যটনের দিক থেকে গুরুত্বপূর্ণ জেলাগুলিতে ২০টি ভ্রাম্যমাণ তথ্য সহায়তা কিয়স্কও দেখা যাবে খুব শীঘ্রই। এ ব্যাপারে দরপত্র চেয়েছে পর্যটন দফতর। ভ্রাম্যমাণ কিয়স্কগুলি জেলার গুরুত্বপূর্ণ রাস্তা, অফিসপাড়া, বড় বাজারের মতো জনসমাগমের এলাকায় ঘুরবে।

পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, তথ্য সহায়তা কেন্দ্রে বাংলা, ইংরেজি, হিন্দি ভাষায় রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের সবিস্তার তথ্য, দ্রষ্টব্য স্থান, জনপ্রিয় খাবার, সংস্কৃতি— সব কিছুরই সুলুকসন্ধান দেওয়া হবে। থাকবে বিভিন্ন ধরনের বইও। সহায়তা কেন্দ্রগুলিতে গিয়েই পর্যটকেরা যাতে দফতরের নিজস্ব হোটেলে থাকার জন্য অনলাইন বুকিং করতে পারেন, পরবর্তী ধাপে তারও ব্যবস্থা হবে। ভ্রাম্যমাণ তথ্য সহায়তা কিয়স্কে অবশ্য প্রথম থেকেই অনলাইনে ঘর বুকিং করতে পারবেন পর্যটকেরা।

Advertisement

পর্যটন দফতর সূত্রের খবর, হাওড়া, শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ রেল স্টেশন, হলদিয়া, আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুরের মতো ছোট শহর এবং মালদহ, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুরের মতো যে-সব এলাকায় পর্যটন কেন্দ্র আছে, তথ্য কেন্দ্র চালু করার জন্য সেই সব জায়গা চিহ্নিত করা হয়েছে। চারটি বেসরকারি সংস্থা ওই সব কেন্দ্র চালাতে আগ্রহ প্রকাশ করে দরপত্র জমা দিয়েছে। খুব শীঘ্রই তাদের মধ্য থেকে যোগ্য সংস্থা বাছাই করা হবে। সব সহায়তা কেন্দ্র চলবে পর্যটন দফতরের নজরদারিতেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন