গৌতম কুণ্ডুকে জেরা করলেন ইডির গোয়েন্দারা

অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির বিরুদ্ধে তদন্ত নেমে তাদের আরও কিছু স্থাবর ও অস্থাবর সম্পত্তির হদিস পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, সেই সব সম্পত্তি রয়েছে এ রাজ্যে ও ভিন্ রাজ্যে। সেই সম্পত্তি সংক্রান্ত তথ্য যাচাই করতে প্রেসিডেন্সি জেলে গিয়ে শনিবার দুপুরে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে ঘণ্টা দেড়েক জেরা করলেন ইডির তদন্তকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০০:৩৮
Share:

অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির বিরুদ্ধে তদন্ত নেমে তাদের আরও কিছু স্থাবর ও অস্থাবর সম্পত্তির হদিস পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, সেই সব সম্পত্তি রয়েছে এ রাজ্যে ও ভিন্ রাজ্যে। সেই সম্পত্তি সংক্রান্ত তথ্য যাচাই করতে প্রেসিডেন্সি জেলে গিয়ে শনিবার দুপুরে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে ঘণ্টা দেড়েক জেরা করলেন ইডির তদন্তকারীরা।

Advertisement

ইডির এক অফিসার এ দিন জানান, ‘রেজিস্ট্রার অব কোম্পানিজ’ (আরওসি) সূত্রে রোজ ভ্যালির সহযোগী কয়েকটি সংস্থার হদিস মিলেছে। সেই সব সহযোগী সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কয়েক কোটি টাকা রয়েছে বলে তদন্তে জানা গিয়েছে। বেশ কিছু স্থাবর সম্পত্তিও রয়েছে ওই সংস্থাগুলির নামে। সেই সব তথ্য যাচাই করতেই জেলে গিয়ে গৌতমকে জেরা করা হয়।

সূত্রের খবর, রোজ ভ্যালি গোষ্ঠীর বিভিন্ন সম্পত্তি সম্পর্কে আরও তথ্য জোগাড় করতে ওই সংস্থার কয়েক জন অংশীদারকে বিশদে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। এর আগে ওই অংশীদারদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, রোজ ভ্যালি নামে-বেনামে এ রাজ্যে ও ভিন রাজ্যে বেশ কিছু স্থাবর ও অস্থাবর সম্পত্তি তৈরি করেছে। ওই অংশীদারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সম্পত্তির একটি তালিকাও তৈরি করা হয়। এ দিন গৌতমকে জেরা করা হয় সেই তালিকা হাতে নিয়েই।

Advertisement

গত ২৫ মার্চ অবৈধ ভাবে টাকা পাচারের অভিযোগে রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে ইডি। আইনজীবী মারফত কলকাতার নগর দায়রা আদালতে বেশ কয়েক বার জামিনের আবেদনও জানান গৌতম। কিন্তু প্রতি বারই জামিন খারিজ হয় তাঁর। রোজ ভ্যালি সূত্রের খবর, নিম্ন আদালতে জামিন খারিজ হওয়ায় এ বার কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করতে চলেছেন সংস্থার কর্ণধার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement