উড়ালপুল নিয়ে শুরু তদন্ত

উড়ালপুলটি যে সংস্থা বানাচ্ছে, তাদের প্রকল্প ম্যানেজার তথা সিনিয়র ইঞ্জিনিয়ার নিলয় মুখোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘সব কিছু খতিয়ে দেখেছি, আমাদের কোনও গাফিলতি নেই। নির্মাণ সামগ্রীও আমরা গুণমান বজায় রেখেই তৈরি করি। তাই আমাদের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা হলে আইনি পথেই জবাব দেব।’’  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফাঁসিদেওয়া শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ০৫:০৬
Share:

ভেঙে পড়েছে নির্মীয়মাণ সেতুর একটি অংশ।ফাঁসিদেওয়ার কাছে ৩১ডি জাতীয় সড়কের উপর।

উড়ালপুলের কাজে বেশ কিছু গাফিলতি ছিল বলেই অভিযোগ উঠেছে। শনিবার ফাঁসিদেওয়ার কান্তিভিটায় ভোর চারটেয় ভেঙে পড়ে নির্মীয়মাণ ওই উড়ালপুলের একটি অংশ। সেই রাতেই নির্মাণ সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূলের ব্লক সভাপতি আইনুল হক। তাঁর দাবি, ‘‘কিছু লোকের গাফিলতি রয়েছে বলে মনে হয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে বলেও ধারণা।’’ আইনুলের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে নির্মাণ সংস্থার বিরুদ্ধে। কিন্তু জেলা প্রশাসন এখনও পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ করেনি। জাতীয় সড়ক কর্তৃপক্ষ রবিবার এলাকা ঘুরে তদন্ত শুরু করেছেন।

Advertisement

উড়ালপুলটি যে সংস্থা বানাচ্ছে, তাদের প্রকল্প ম্যানেজার তথা সিনিয়র ইঞ্জিনিয়ার নিলয় মুখোপাধ্যায় অবশ্য বলেন, ‘‘সব কিছু খতিয়ে দেখেছি, আমাদের কোনও গাফিলতি নেই। নির্মাণ সামগ্রীও আমরা গুণমান বজায় রেখেই তৈরি করি। তাই আমাদের ভাবমূর্তি খারাপ করার চেষ্টা হলে আইনি পথেই জবাব দেব।’’

কী কী গাফিলতির অভিযোগ উঠছে? অনেকেরই দাবি, এমন বড় মাপের কাজের ক্ষেত্রে কী ভাবে তা করা হচ্ছে, তা রেকর্ড করে রাখতে সিসিটিভি রাখা দরকার ছিল। তা ছিল না। থাকলে জানা যেত, ঠিক কী হয়েছে। তা ছাড়া, নির্মাণ চলাকালীন তার নীচে দিয়ে যাতায়াত বন্ধ রাখার কথা ছিল। তা-ও করা হয়নি। এই রাস্তায় যানবাহনের চাপ ভালই। যেখানে কাজ হচ্ছে, সেই অংশটিতে তাই মোটা টিনের বেড়া দেওয়ার কথা। তা-ও আগে দেওয়া হয়নি। রবিবার বসানো হয়েছে। তবে সংস্থাটির দাবি, হঠাৎ ধাক্কা লেগেই দুর্ঘটনা হয়েছে।

Advertisement

এরই মধ্যে চোপড়়ায় জাতীয় সড়কের উপরে একটি উড়ালপুলে বড় গর্ত নজরে এসেছে। প্রশাসন জানিয়েছে, দ্রুত তা সারানোর বন্দোবস্ত করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন