সারদায় তলব আইপিএস অর্ণবকেও

সারদা মামলায় মঙ্গলবার নোটিস পাঠিয়ে রাজ্য পুলিশের অফিসার অর্ণব ঘোষকে তলব করল সিবিআই। তাঁকে এক সপ্তাহের মধ্যে তদন্তকারীদের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। অর্ণববাবু এখন মালদহের এসপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৫:২৩
Share:

অর্ণব ঘোষ। ফাইল চিত্র।

পাঁচ দিনের মধ্যে ব্যবসায়ী শিবাজী পাঁজাকে আবার জেরা তো করা হলই। সেই সঙ্গেই সারদা মামলায় মঙ্গলবার নোটিস পাঠিয়ে রাজ্য পুলিশের অফিসার অর্ণব ঘোষকে তলব করল সিবিআই। তাঁকে এক সপ্তাহের মধ্যে তদন্তকারীদের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। অর্ণববাবু এখন মালদহের এসপি।

Advertisement

সারদা মামলার তদন্তে গড়া ‘সিট’ বা বিশেষ তদন্তকারী দল তৈরি করে রাজ্য পুলিশ। বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনে সেই তদন্ত পরিচালিত হয়। আইপিএস অর্ণববাবু সেই সময় বিধাননগর কমিশনারেটে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। অভিযোগ ওঠে, সেই সময় রাজ্য পুলিশের হাতে সারদা সংক্রান্ত যে-সব গুরুত্বপূর্ণ নথি এসেছিল, পরে সিবিআই-কে তার সবটুকু দেওয়া হয়নি। নথি লোপাট হয়েছে বলে সুপ্রিম কোর্টে অভিযোগ জানায় সিবিআই। তদন্তকারীদের বক্তব্য, এই বিষয়ে অর্ণববাবুকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কারণ, তাঁর নামও উঠেছে বারবার। আজ, বুধবার রাজ্য পুলিশের সেই বিশেষ তদন্তকারী দলের দুই ইনস্পেক্টরকে সল্টলেকে সিবিআইয়ের দফতরে ডেকে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে এক জন ইতিমধ্যে অবসর নিয়েছেন।

সিবিআইয়ের খবর, ৫০ লক্ষ টাকা দিয়ে শিবাজী মুখ্যমন্ত্রীর আঁকা ছবি কেনেন। কোথা থেকে তিনি ওই টাকা পেলেন, তার হিসেব চাওয়া হয়েছিল। শিবাজী জানান, ২০০৮ সাল থেকে এ-পর্যন্ত তাঁর সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় লেনদেনের হিসেব তিনি এ দিন সিবিআই-কে দিয়েছেন। আরপি ইনফোসিসের মালিক ছিলেন শিবাজী। চলচ্চিত্র প্রযোজক কৌস্তুভ রায় সেই সংস্থার অন্যতম অংশীদার। শিবাজী এ দিন তদন্তকারীদের জানান, ছবি কেনার টাকা বা ডোনেশন গিয়েছিল তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে। তার সঙ্গে তাঁদের সংস্থা বা কৌস্তুভ যুক্ত নন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন