Jagat Prakash Nadda

জানুয়ারিতে ফের এ রাজ্যে আসছেন জেপি নড্ডা

ভোটমুখী পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের লক্ষ্যে প্রতি মাসে এক বার করে রাজ্য সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপি সভাপতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২০ ০৬:২৯
Share:

ছবি: সংগৃহীত।

আগামী মাসে ফের পশ্চিমবঙ্গ সফরে যেতে পারেন বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নড্ডা। সব কিছু ঠিক থাকলে আগামী ৯ ও ১০ জানুয়ারি কলকাতায় যাবেন তিনি। দু’দিনের ওই সফরে বোলপুরেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

Advertisement

ভোটমুখী পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের লক্ষ্যে প্রতি মাসে এক বার করে রাজ্য সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিজেপি সভাপতি। কিন্তু ডিসেম্বর মাসে বঙ্গ সফরে প্রথমে তাঁর কনভয়ে হামলা হয় এবং কলকাতা থেকে ফেরার পরেই করোনা সংক্রমণের ফলে ঘরবন্দি হয়ে পড়েন তিনি। কলকাতা সফর থেকে ফেরার পরে এখনও তাঁকে প্রকাশ্যে কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। এই আবহে আজ কেন্দ্রীয় বিজেপির একটি সূত্রে জানানো হয়েছে, নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নড্ডা। শারীরিক ভাবে তিনি যদি সুস্থ হয়ে ওঠেন, সে ক্ষেত্রে আগামী ৯-১০ জানুয়ারি পশ্চিমবঙ্গে থাকবেন তিনি। যেতে পারেন বোলপুরেও।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে নড্ডার কনভয়ে হামলা হয়। তাতে নড্ডা আহত না হলেও দলের অন্য নেতাদের গাড়ি ভাঙচুর হয়। আহত হন কৈলাস বিজয়বর্গীয়ের মতো কেন্দ্রীয় নেতারা। ঘটনার জের গড়ায় দিল্লি পর্যন্ত। রাজ্য সরকারের কাছে ওই হামলা সংক্রান্ত রিপোর্ট চাওয়ার পাশাপাশি জ়েড সুরক্ষাপ্রাপ্ত বিজেপি সভাপতির কনভয়ের নিরাপত্তায় গাফিলতির দায়ে তিন আইপিএস অফিসারকে দিল্লিতে এসে কাজে যোগ দিতে নির্দেশ দেয় কেন্দ্র। যদিও রাজ্য সরকার তাদের অনুমতি না দেওয়ায় কেন্দ্রে যোগ দিতে পারেননি ওই অফিসারেরা। যা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে এখনও টানাপড়েন জারি রয়েছে কেন্দ্রের।

Advertisement

বিজেপি সূত্রের মতে, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সমর্থকদের উজ্জীবিত করতে ফের বঙ্গ সফরে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন নড্ডা। দলের মতে, এই সফরের ফলে ভোটের আগে প্রতি মাসে নড্ডার বাংলায় যাওয়ার প্রতিশ্রুতি রক্ষিত হবে। তা ছাড়া, হামলা হলেও বিজেপি নেতারা ময়দান ছেড়ে পালিয়ে যান না, এই তত্ত্ব প্রতিষ্ঠা হবে। দলের নেতারা মনে করছেন, নড্ডার সফরে নতুন করে চাঙ্গা হবেন বিজেপির নেতা-কর্মীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন