PCC

প্রদেশ কংগ্রেসের কমিটি থেকে ‘ইস্তফা’

এআইসিসি-র সাংগঠনিক নির্বাচন কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রীকে চিঠি পাঠিয়ে ওই নেতারা জানিয়েছেন, সদস্যপদের ব্যাপারে দলের কোনও নেতা তাঁদের সঙ্গে কথা বলেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ০৯:২৭
Share:

সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচনের আগে প্রদেশ কংগ্রেসের সদস্যপদ নিয়ে বিতর্ক অব্যাহত। নাম বাদ যাওয়া এবং অন্য নাম অন্তর্ভুক্তি নিয়ে আগেই গোলমাল বেধেছিল। এ বার প্রদেশ কংগ্রেস কমিটির (পিসিসি) সদস্যপদ থেকে ইস্তফা দিলেন জলপাইগুড়ির ৮ নেতা। এআইসিসি-র সাংগঠনিক নির্বাচন কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রীকে চিঠি পাঠিয়ে ওই নেতারা জানিয়েছেন, সদস্যপদের ব্যাপারে দলের কোনও নেতা তাঁদের সঙ্গে কথা বলেননি। কিন্তু পিসিসি-র সদস্য তালিকায় তাঁদের নাম রয়েছে! আবার তাঁদের বরিষ্ঠ নেতারা ওই তালিকায় জায়গা পাননি। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) মনোজ চক্রবর্তী অবশ্য বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement