Justice Abhijit Gangopadhyay

‘পিএসসির অবস্থা দেখলে খারাপ লাগে’, অনিয়মের অভিযোগ প্রসঙ্গে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অসন্তোষও প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে নিজের চাকরি পাওয়ার অভিজ্ঞতার কথাও বলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৩ ১৫:৪২
Share:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। — ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে খেদ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার প্রাথমিকের একটি মামলায় বর্তমানে শিক্ষক এবং ছাত্রদের সম্পর্কের কথা বলতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় পিএসসি নিয়ে মন্তব্য করেন। তাঁর মন্তব্য, ‘‘এখন পিএসসি-র অবস্থা দেখলে খারাপ লাগে। চোখের সামনে একটা সিস্টেম খারাপ হয়ে গেল।’’ এই প্রসঙ্গে তিনি নিজের চাকরি পাওয়ার কথাও জানান তিনি। বিচারপতির কথায়, ‘‘আমিও এক সময় পিএসসি পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করেছি। আমি দুটো সরকারি চাকরি করেছি। কাউকে এক টাকাও দিতে হয়নি। তখন অত্যন্ত স্বচ্ছ ছিল।’’

Advertisement

এর পরেই পিএসসি-র নিয়োগে দুর্নীতির প্রসঙ্গ তোলেন বিচারপতি। তাঁর কথায়, ‘‘পিএসসি-তে ২৮ নম্বর ৮২ নম্বর হয়ে গেল। ভাবা যায়! খারাপ লাগে।’’ রাজ্যের নিম্ন আদালতের নিয়োগে অনিয়মের অভিযোগ শুনেও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন