Jyoti Basu Death Anniversary

জ্যোতি-স্মরণে স্বাস্থ্য শিবির

শিবির থেকে অসাম্প্রদায়িক বাংলা গড়ার ডাকও দেওয়া হয়েছে শনিবার। গবেষণা কেন্দ্রে আয়োজিত ওই শিবিরের উদ্বোধন করেছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র। প্রতি শনিবার এই শিবির চলবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ০৮:৪৩
Share:

জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র। নিউ টাউনে। — নিজস্ব চিত্র।

প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১৭তম প্রয়াণ দিবসে পিপলস রিলিফ কমিটির (পিআরসি) সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির শুরু করল ‘জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্র’। শিবির থেকে অসাম্প্রদায়িক বাংলা গড়ার ডাকও দেওয়া হয়েছে শনিবার। গবেষণা কেন্দ্রে আয়োজিত ওই শিবিরের উদ্বোধন করেছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র। প্রতি শনিবার এই শিবির চলবে। বিভিন্ন বিভাগে এ দিন ৬২ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। মেডিসিন, চর্ম, দাঁত, মা ও শিশু বিভাগের ডাক্তারেরা এসেছিলেন। ছিলেন চিকিৎসক বারীন রায়চৌধুরী, অরুণ সিংহ, উৎপল বন্দ্যোপাধ্যায়, ফুয়াদ হালিম প্রমুখ। নানা পরীক্ষার পাশাপাশি ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবিরও ছিল। একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় হয়েছে চোখের পরীক্ষা। এ ছাড়াও, তাৎক্ষণিক বক্তৃতা ও আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। উপস্থিত ছিলেন সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন