জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র। নিউ টাউনে। — নিজস্ব চিত্র।
প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ১৭তম প্রয়াণ দিবসে পিপলস রিলিফ কমিটির (পিআরসি) সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির শুরু করল ‘জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্র’। শিবির থেকে অসাম্প্রদায়িক বাংলা গড়ার ডাকও দেওয়া হয়েছে শনিবার। গবেষণা কেন্দ্রে আয়োজিত ওই শিবিরের উদ্বোধন করেছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র। প্রতি শনিবার এই শিবির চলবে। বিভিন্ন বিভাগে এ দিন ৬২ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। মেডিসিন, চর্ম, দাঁত, মা ও শিশু বিভাগের ডাক্তারেরা এসেছিলেন। ছিলেন চিকিৎসক বারীন রায়চৌধুরী, অরুণ সিংহ, উৎপল বন্দ্যোপাধ্যায়, ফুয়াদ হালিম প্রমুখ। নানা পরীক্ষার পাশাপাশি ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবিরও ছিল। একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় হয়েছে চোখের পরীক্ষা। এ ছাড়াও, তাৎক্ষণিক বক্তৃতা ও আঁকা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। উপস্থিত ছিলেন সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টেরা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে