TMC

তৃণমূলে আসতে লাইন দিয়ে দাঁড়িয়ে ৭ সাংসদ, দাবি জ্যোতিপ্রিয়র

গেরুয়া শিবিরের অবশ্য পাল্টা বক্তব্য, দলে ভাঙন ঠেকাতেই ‘পেপটক’ দিচ্ছেন খাদ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবড়া শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ০৭:০০
Share:

জ্যোতিপ্রিয় মল্লিক। — ফাইল চিত্র

দলবদলের আবহে চাঞ্চল্যকর মন্তব্য রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের। ৬ থেকে ৭ জন সাংসদ তৃণমূলে যোগ দিতে চলেছেন বলে মঙ্গলবার দাবি করেছেন তিনি। গেরুয়া শিবিরের অবশ্য পাল্টা বক্তব্য, দলে ভাঙন ঠেকাতেই ‘পেপটক’ দিচ্ছেন খাদ্যমন্ত্রী। তবে জ্যোতিপ্রিয়র ওই মন্তব্যকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে।

Advertisement

মঙ্গলবার হাবড়ায় দলবদল প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন, ‘‘সারদায় যুক্তরাই দুর্নীতির কথা বলছেন। ওঁদের সিবিআই, ইডি ডাকছে। ওই ডাক পেয়েই তাঁরা বিজেপিতে যাচ্ছেন। কিন্তু ৩১ মে-র পরে তাঁরা ফের তৃণমূলে যোগ দেওয়ার জন্য লাইন দেবেন। তখন সব গেট বন্ধ হয়ে যাবে।’’ সাংবাদিকরা প্রশ্ন করেন, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে। জবাবে ‘রহস্য’ জিইয়ে রেখে ওই তৃণমূল নেতা বলছেন, ‘‘শুভেন্দুর ভাবনাচিন্তা আমার কাছে ধোঁয়াশাজনক। আদৌ উনি বিজেপিতে থাকবেন?’’ এর পরই জ্যোতিপ্রিয় দাবি করেন, ‘‘৬ থেকে ৭ জন সাংসদ মে মাসের প্রথম সপ্তাহে তৃণমূলে যোগ দেবেন।’’ তাঁর আরও দাবি,‘‘যে সব বিধায়ক বিজেপিতে গিয়েছিলেন তাঁরা এখন যোগাযোগ করছেন।’’

জ্যোতিপ্রিয়র এই দাবি নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর প্রতিক্রিয়া, ‘‘উনি অত্যন্ত সচেতন ভাবে এ সব কথা বলছেন। কারণ উনি দলের তৃণমূল স্তরের অবস্থা বুঝতে পারছেন। তৃণমূল স্তরে ভাঙন ধরেছে। তা রুখতেই এ সব বলা হচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন: বিহার মডেলেই কি ভোট? বুধবার শহরে বৈঠক কমিশন কর্তার

আরও পড়ুন: জিতেন্দ্রর প্রশংসা করে অমরনাথকে জবাব দিলেন বাবুল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন