কৈলাসের কাছে ভর্ৎসিত রূপা

বিজেপি সূত্রের খবর, জাতীয় গ্রন্থাগারের অডিটোরিয়ামে শনিবার দলের পঞ্চায়েত সম্মেলনে বক্তৃতায় রূপা কিছু অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করেন। তখনই কৈলাস তাঁকে থামিয়ে বসে পড়তে বলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৪২
Share:

রূপা গঙ্গোপাধ্যায় এবং কৈলাস বিজয়বর্গীয়।

দলীয় বৈঠকে বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র কাছে ভর্ৎসিত হলেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি সূত্রের খবর, জাতীয় গ্রন্থাগারের অডিটোরিয়ামে শনিবার দলের পঞ্চায়েত সম্মেলনে বক্তৃতায় রূপা কিছু অপ্রাসঙ্গিক কথা বলতে শুরু করেন। তখনই কৈলাস তাঁকে থামিয়ে বসে পড়তে বলেন। তাঁর দায়িত্ব-কতর্ব্যের কথা স্মরণ করিয়ে তাঁকে সেই মতো আচরণ করতে বলেন কৈলাস। গত সোমবারই গভীর রাতে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে টুইটারে ক্ষোভ প্রকাশ করে বিতর্কে জড়িয়েছিলেন রূপা। এ দিন বৈঠকের শুরুতে মিটমাটের ভঙ্গিতে তিনি দিলীপবাবুকে জিজ্ঞাসা করেন, ‘‘দিলীপদা, খুব রেগে আছেন না?’’ জবাবে দিলীপবাবু বলেন, ‘‘আপনার উপর আমি আর রাগ করি না। যা হওয়ার, তা তো হয়েই গিয়েছে।’’ বৈঠকে এ দিন বিজেপি-র দুই জেলা সভাপতি বদলের সিদ্ধান্ত হয়েছে। ব্যারাকপুর জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এসেছেন অহীন্দ্রনাথ বসু। বসিরহাট জেলা সভাপতি বিকাশ সিংহের জায়গায় এসেছেন হাজারীলাল সরকার। সন্দীপের বিরুদ্ধে গত বিধানসভা নির্বাচনে আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল। সম্প্রতি নোয়াপাড়া বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হয়ে শ’খানেকের বেশি বুথে এজেন্ট দিতে পারেননি তিনি। আর বিকাশের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন