Kolkata Weather Today

জাঁকিয়ে শীত উধাও! কমছে উত্তুরে হাওয়ার দাপট, পারদপতন নিয়ে আর কী জানাল হাওয়া অফিস

আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের। আগামী ৩ দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। দাপট কমবে উত্তুরে হাওয়ার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ০৯:৩০
Share:

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।  ফাইল চিত্র।

পৌষ সংক্রান্তিতে শীতের আমেজ থেকে বঞ্চিত থাকবে রাজ্যবাসী। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা উপরের দিকে চড়তে থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২ ডিগ্রি কম। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

Advertisement

ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিললেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর সরে যাবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে।

তবে আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে পূর্বাভাস মৌসম ভবনের। আগামী ৩ দিনে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝার কারণে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে বলে জানিয়েছেন আবহবিদেরা। এর ফলে দাপট কমবে উত্তুরে হাওয়ার। তার পরিবর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে।

Advertisement

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও এর প্রভাব পড়তে পারে বলে অনুমান হাওয়া অফিসের। শীতপ্রেমীদের জন্য খানিকটা হলেও মনখারাপের বার্তা বয়ে নিয়ে এসেছে এই খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement