Fake Call Center Case In Kolkata

কলসেন্টার না ব্যাঙ্ক! ১০ লক্ষ টাকা, গয়না, দামি ঘড়ি উদ্ধার! কলকাতায় বসে আমেরিকায় প্রতারণায় ধৃত ১০

মামলায় মূল অভিযুক্তের নাম জায়েদ খান। তাঁদের কাছ থেকে ১০টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া এন্টালি এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিশাল পরিমাণ সোনার গয়না। মিলেছে নগদ ১০ লক্ষ ১৫ হাজার টাকা, দামি দামি ১০টি হাতঘড়ি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৬
Share:

ভুয়ো কলসেন্টার থেকে উদ্ধার নগদ টাকা, হাতঘড়ি থেকে গয়না। —নিজস্ব চিত্র।

বেআইনি কলসেন্টার খুলে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ! কলকাতার অফিসে তল্লাশি চালিয়ে নগদ ১০ লক্ষ টাকা, প্রচুর সোনার গয়না এবং দামি দামি হাতঘড়ি উদ্ধার করল পুলিশ। প্রতারণার অভিযোগে গ্রেফতার মোট ১০ জন। লালবাজার সূত্রে খবর, কলকাতায় বসে আমেরিকার বাসিন্দাদের প্রতারণায় যুক্ত অভিযুক্তেরা।

Advertisement

কলকাতা পুলিশ সূত্রে খবর, সপ্তাহখানেক আগে সাইবার থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে মঙ্গলবার রাতে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশের একাধিক দল। ভুয়ো কল সেন্টারের খোঁজে অভিযানে যান তদন্তকারীরা। তাতে দুটো ফ্ল্যাট থেকে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ফ্ল্যাটবাড়িতে অফিস খুলে প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ।

এক পুলিশকর্তা বলেন, ‘‘ভুয়ো এবং প্রতারণামূলক কল সেন্টার পরিচালনার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের ধরতে আমরা অভিযান চালিয়েছিলাম। একটি অভিযোগ পাওয়া যায়, যেখানে পেপ্যালের মতো বড় সংস্থার কর্মচারী হিসাবে নিজেদের পরিচয় দিয়ে মার্কিন নাগরিকদের ভিওআইপি কল করা হচ্ছিল। তাঁদের প্রযুক্তিগত সহায়তা-সহ নানা পরিষেবা দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে আর্থিক প্রতারণা করা হয়।’’

Advertisement

পুলিশ জানিয়েছে, এই মামলায় মূল অভিযুক্তের নাম জায়েদ খান। তাঁদের কাছ থেকে ১০টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া এন্টালি এলাকার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বিশাল পরিমাণ সোনার গয়না। মিলেছে নগদ ১০ লক্ষ ১৫ হাজার টাকা, দামি দামি ১০টি হাতঘড়ি। তিনটি খাতা পাওয়া গিয়েছে। তাতে কল সেন্টারের নানা হিসাবপত্র রয়েছে। এ ছাড়াও দু’টি গাড়ি আটক করা হয়েছে। দুটি গাড়িই অভিযুক্ত জায়েদের। বুধবার ধৃত ১০ জনকে আদালতে হাজির করানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement