News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ অ্যাশেজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে। দ্বিতীয় টেস্টের শেষ দিনের ম্যাচ। সকাল সাড়ে ৯টা থেকে ওই খেলাটি শুরু হতে পারে।  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ০৬:৫৮
Share:

ভোটের লাইনে দাড়িয়ে ভোটাররা ছবি পিটিআই।

কলকাতা পুরসভার ভোট সম্পন্ন হয়েছে রবিবার। আজ, সোমবার জানা যাবে মোট কত শতাংশ ভোট পড়ল এই নির্বাচনে। কয়েকটি বুথে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বিরোধীরা। যদিও কমিশন সূত্রে খবর, কোনও বুথেই আর পুনরায় ভোটগ্রহণের সম্ভাবনা নেই। অন্যদিকে, মঙ্গলবারের ভোটগণনার প্রস্তুতি আজ থেকেই শুরু করে দেবে কমিশন।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

পুরভোট নিয়ে রাজনৈতিক তরজা

Advertisement

রবিবারের নির্বাচনে অশান্তি ও ছাপ্পা ভোটের অভিযোগ তুলেছে বিরোধীরা। এ নিয়ে আজও তারা সরব হতে পারে। অনেক বিরোধী দলই নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে রাস্তায় নেমে। আজ বেলা ২টোর সময় ‘রাজ্য নির্বাচন কমিশন চলো’ কর্মসূচির ডাক দিয়েছে ফরওয়ার্ড ব্লক।

অ্যাশেজ

আজ অ্যাশেজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে। দ্বিতীয় টেস্টের শেষ দিনের ম্যাচ। সকাল সাড়ে ৯টা থেকে ওই খেলাটি শুরু হতে পারে।

গ্রাফিক- সনৎ সিংহ।

কোভিড ও ওমিক্রন

ওমিক্রন নিয়ে উদ্বেগের আবহে দেশে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। রবিবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬৪ জনের।

আবহাওয়া

ঠান্ডায় কাঁপছে রাজ্য। রবিবার রাজ্য তো বটেই কলকাতার তাপমাত্রাও অনেকটা কম ছিল। আজ পারদ আরও নামতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছকাছি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement