বেপরোয়া বাইক, জখম ২

এ দিন গ্বালিয়র ঘাটের কাছে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারায় জখম হন চালক ও আরোহী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৫০
Share:

প্রতীকী ছবি।

হেলমেটহীন বেপরোয়া মোটরবাইক আরোহীদের রুখতে শহরের বিভিন্ন রাস্তায় বসেছে সিসি ক্যামেরা। জায়গায় জায়গায় আছে গার্ডরেল। লালবাজার দাবি করছে, পুলিশি টহলদারি এড়িয়ে মোটরবাইকের দাপট কমেছে। কিন্তু ওই দাবি কতটা যুক্তিসঙ্গত, বুধবার সকালে স্ট্র্যান্ড রোডের এক দুর্ঘটনা সেই প্রশ্ন তুলে দিল। পুলিশ জানায়, এ দিন গ্বালিয়র ঘাটের কাছে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারায় জখম হন চালক ও আরোহী। আহতদের নাম অনিকেত দাঁ (২১) এবং বিশ্বজিৎ পাল (২২)। অনিকেতের চোখ ও বুক এবং বিশ্বজিতের পায়ে চোট লেগেছে। দু’জনেই এসএসকেএমে ভর্তি।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই দুই যুবকই মত্ত অবস্থায় ছিলেন। চালক অনিকেতের মাথায় হেলমেট থাকলেও বিশ্বজিতের ছিল না। তদন্তকারীদের দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে অনিকেত স্বীকারও করেন, মঙ্গলবার রাতে আহিরীটোলায় বন্ধুদের নিয়ে মদ্যপানের আসর বসেছিল। রাতভর আড্ডার পরে সকালে এক বন্ধুকে রিষড়ার বাড়িতে পৌঁছে দিয়ে ফিরছিলেন তিনি ও বিশ্বজিৎ। সে সময়েই দুর্ঘটনা ঘটে।

মোটরবাইক চালকের এহেন স্বীকারোক্তির পরে স্বভাবতই প্রশ্ন উঠেছে, রাতের শহরে তিন জন একটি বাইকে চড়ে রিষড়ায় গিয়ে আবার কলকাতা ফিরে এলেন, অথচ তা পুলিশের নজরে পড়ল না?

Advertisement

এর আগে ১৯ ফেব্রুয়ারি রাতের শহরে মোটরবাইক-রেস করতে গিয়ে মৃত্যু হয়েছিল দুই যুবকের। প্রিন্সেপ ঘাট থেকে একটু দূরে বিদ্যাসাগর সেতুতে ওঠার আগে রাস্তার ধারে স্তম্ভে ধাক্কা মেরেছিল তাঁদের বাইক। ঘটনাস্থলেই মারা যান এক জন। আর এক জনের মৃত্যু হয়েছিল হাসপাতালে। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, দু’টি বাইক রেস করতে গিয়ে ঘটে দুর্ঘটনা।

এ দিনের দুর্ঘটনা প্রসঙ্গে কলকাতা পুলিশের এক কর্তা জানান, মাঝরাত পর্যন্ত সব জায়গায় নজরদারি চলে। কিন্তু তার পরেও দেখা যাচ্ছে, কেউ কেউ বেপরোয়া বাইক চালিয়ে বেরিয়ে যাচ্ছেন। তবে ওই দুই যুবক ঠিক কখন গ্বালিয়র ঘাটের সামনে দিয়ে গিয়েছিলেন, তা জানতে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement